5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মতিন গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল মতিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন।

তিনি জানান, কেরানীগঞ্জের ইস্পাহানী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াজ হত্যা মামলায় মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার পতনের পর থেকেই আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন।

এর আগে ওবায়দুল কাদের অবস্থান করছে এমন সন্দেহে চট্টগ্রাম নগরের হালিশহরের একটি ফ্ল্যাট বাড়িতে অভিযান চালায় মেট্রোপলিটন পুলিশ। পরে কাদেরকে না পেয়ে তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে (৭০) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

শনিবার রাতে হালিশহর থানা এলাকার আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারে ওই অভিযান চালায় পুলিশ। সেসময় নুরুল হুদাকে থানায় নিয়ে যাওয়া হলেও রবিবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়।

এম.কে
১১ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

লেবাননে চিকিৎসক ও খাদ্য পাঠাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

পাচারকৃত অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সর্তকতার সাথে চলাফেরার নির্দেশ