ইংল্যান্ডের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবারও বেড়েছে ওমিক্রন কেসের সংখ্যা। তাই করোনভাইরাস বৃদ্ধি মোকাবেলায় শ্রেণিকক্ষে মাস্ক পরতে বলা হচ্ছে।
ইংল্যান্ডে শনিবার (১ জানুয়ারি) রেকর্ড ১ লাখ ৬২ হাজার ৫৭২টি নতুন কেসসহ কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকা সত্ত্বেও সরকার স্কুলগুলো খোলা রাখার প্রতিশ্রুতি দিয়ে এই সুপারিশটি করে।
ওমিক্রন ওয়েভের কারণে পাবলিক সেক্টরের এক চতুর্থাংশ কর্মী অনুপস্থিত থাকতে পারে, এই আশঙ্কায় সরকার আরেকটি জরুরি পরিকল্পনা তৈরি করছে বলে জানা যায়।
কর্ত্ৃপক্ষ বলছে, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করলে ‘সর্বোচ্চ সময়ের জন্য স্কুলে বাচ্চাদের সর্বাধিক উপস্থিতি নিশ্চিত করবে’।
এদিকে, শিক্ষা খাতের সিনিয়র ব্যক্তিরা সতর্ক করছেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে আবার বাড়ি থেকে অনলাইনে ক্লাস করতে হতে পারে।
৩ জানুয়ারি ২০২২
সূত্র: স্কাই নিউজ
এনএইচ