3.6 C
London
February 1, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ওয়েলসে ‘সহিংস সংঘর্ষে’ তিন পুলিশ অফিসার আহত

রোনদা কিনন টাফ-এর টালবট গ্রিন পুলিশ স্টেশনে সহিংস ঘটনা ঘটার ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ওয়েলস পুলিশ।

সাউথ ওয়েলস পুলিশ জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। কারণ এক “সহিংস সংঘর্ষে” পুলিশ স্টেশনের বাইরে তিনজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।

এই সহিংস ঘটনার পর ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে হামলা, অগ্নিসংযোগ কান্ড ঘটানোর দায়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সাউথ ওয়েলস পুলিশের এক কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশের যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার পর কর্মকর্তারা পুলিশ স্টেশনে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন।

আহত দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, তবে তারা উভয়কেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কোনো পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হননি বলে জানা যায়।

প্রধান সুপারিনটেনডেন্ট স্টিফেন জোনস বলেছেন:
“আমি বুঝতে পারি যে এই ঘটনাটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক এবং উদ্বেগের সৃষ্টি করেছে। তবে আমি স্পষ্ট করতে চাই যে জনসাধারণের জন্য কোনো বিস্তৃত হুমকির কোনো ইঙ্গিত নেই।”

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়, তবে জনসাধারণের জন্য কোনো বড় ধরনের হুমকি নেই।

ওয়েলসের লেবার এমপি, অ্যালেক্স ডেভিস-জোনস মানুষকে পুলিশ তদন্ত চলাকালীন জল্পনা বা ভ্রান্ত তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

আসামি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছে সাউথ ওয়েলস পুলিশ।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০২ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

লন্ডনে রীহ আল মাদিনা পারফিউম ব্র‍্যান্ডের জাঁকজমকপূর্ণ ইউকে লঞ্চিং অনুষ্ঠান

নিউজ ডেস্ক

ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা লন্ডন জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ১১ নভেম্বর

নিউজ ডেস্ক

টিএফএল লন্ডন ইউলেজ জরিমানা উপেক্ষা করায় ১,৪০০ যানবাহন জব্দ