9.6 C
London
November 16, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

কট্টরপন্থী ও ইসলামবিরোধী নেতার ডাচ নির্বাচনে জয় লাভের সম্ভাবনা

ইউরোপের বিভিন্ন দেশে অনেকদিন ধরেই ডানপন্থী দলগুলো মাথা তুলেছে। ফ্রান্স, জার্মানি বা সুইডেনের মতো বেশ কিছু দেশে ডানপন্থী দল প্রধান রাজনৈতিক দলের কাতারে উঠে এসেছে। অনেক দেশেই ডান বা কট্টরপন্থী দল ক্ষমতায় বসেছে যা বিশ্ব রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

গির্ট ওয়াইল্ডার্স চরম ইসলামি বিরোধী একজন ডাচ রাজনীতিবিদ। ইসলামি জিহাদ নিয়ে গির্ট খোলাখুলি বহুবার সমালোচনা করেন । কোরবানিতে অবলা পশুদের প্রতি নৃসংসতা নিয়েও সমালোচনা করতে দেখা গেছে তাকে।

খবরে জানা যায়, নেদারল্যান্ডস ইলেকশনে ডাচ কট্টরপন্থী অ্যান্টি-ইসলামিক গির্ট ওয়াইল্ডার্স নির্বাচনে জেতার পথে আছেন। নির্বাচনের আগে গির্ট ওয়াইল্ডার্স নেদারল্যান্ডসে সকল ধরনের অভিবাসন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুধবার নেদারল্যান্ডস সংসদীয় নির্বাচনে একটি বড় বিজয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন গির্ট ওয়াইল্ডার্স। নির্বাচন নিয়ে একটি জরিপে এই খবর প্রকাশ পায়। প্রাপ্ত জরিপ অনুযায়ী ওয়াইল্ডার্সের ফ্রিডম পার্টি ১৫০ টি আসনের মধ্যে ৩৫ টি আসন ইতিমধ্যে নিশ্চিত করেছে। যা ১০ টি আসনে এগিয়ে রেখেছে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইইউর প্রাক্তন কমিশনার ফ্রান্স টিমারম্যানসের লেবার জোটের বামপন্থী গ্রীন পার্টির চেয়ে।

হেগের একটি ক্যাফেতে, ওয়াইল্ডার্স ভক্তরা খুশিতে ফেটে পড়তে দেখা যায়। তাছাড়া একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্ছাস প্রকাশ করতেও দেখা যায়।

উল্লেখ্য যে, কট্টরপন্থী এন্টি ইসলামিক গির্ট ওয়াইল্ডার্স ক্ষমতায় গিয়ে ইমিগ্রেশন সেক্টরে কঠিন চাপ দিবেন বলে নির্বাচনী প্রচারণায় জানিয়েছেন। তার বিজয়ে নানা সমস্যা নতুন করে মাথাচাড়া দিতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সূত্রঃরয়টার্স

এম.কে
২৩ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

আসাদের বাসভবনে ঢুকে লুটপাট চালাচ্ছে জনতা

নিউজ ডেস্ক

হিলারির আঘাতে লণ্ডভণ্ড ক্যালিফোর্নিয়া

বাংলাদেশ ছেড়েছেন ৬ হাজার ৭০০ ভারতীয়