11.4 C
London
May 2, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

কনজার্ভেটিভ সরকারের আরো একজন মন্ত্রীর পদত্যাগের খবর

কনজারভেটিভ সরকারের আরো একজন মন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছেন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিব ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানান, রবার্ট জেনরিক ইমিগ্রেশন মন্ত্রী পদ ছাড়তে যাচ্ছেন। হাউস অব কমন্সে এমপিদের প্রশ্নের মুখে স্বরাষ্ট্র সচিব এই তথ্য নিশ্চিত করেন।

রুয়ান্ডা স্কিম নিয়ে ব্যর্থতার কারণে যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে টানাপোড়েন শুরু হয়। তথ্যমতে জানা যায়, মিঃ জেনরিক সরকারকে পরামর্শ দিয়েছিলেন ইউরোপীয় কনভেনশন অন হিউম্যান রাইটস (ইএইচসিআর) হতে বের হয়ে আসার জন্য। যা যুক্তরাজ্য সরকারকে মানবাধিকার আইনের অংশগুলি উপেক্ষা করার অনুমতি দেয়।

উল্লেখ্য যে, প্রাক্তন স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্র্যাভারম্যান – মিঃ জেনরিকের চরম মিত্র ছিলেন। তবে মিঃ জেনেরিকের পদত্যাগের ব্যাপারে তিনি নিজে অথবা ডাউনিং স্ট্রিট কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সরকার যখন যুক্তরাজ্যের আইনে রুয়ান্ডা আশ্রয়প্রার্থীদের জন্য একটি নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত করে, একটি খসড়া বিল প্রকাশের পরিকল্পনা করে। তখন হতেই মিঃ জেনরিকের পদত্যাগের খবর চাউর হতে শুরু হয় বলে খবরে জানা যায়।

এম.কে
০৭ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

উত্তর কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত, দেশজুড়ে কঠোর লকডাউন

কানাডার কূটনীতিককে পাল্টা বহিষ্কার করে ভারতের ‘আল্টিমেটাম’

আবর্জনা পরিষ্কারের খেলা, যুক্তরাজ্য সেরা