4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
Law with N. Rahman

কম দক্ষদের ভিসা দেবে না যুক্তরাজ্য | Law with N. Rahman

১. ৩১ ডিসেম্বর ইইউ’র সঙ্গে যুক্তরাজ্যের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটবে, তারপর?

২. কম দক্ষদের ভিসা দেবে না যুক্তরাজ্য

 

ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নীতি:

 

১. কম দক্ষদের ভিসা দেবে না যুক্তরাজ্য

২.  ৩১ ডিসেম্বর ইইউ’র সঙ্গে যুক্তরাজ্যের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটবে, ইইউ নাগরিকদের যুক্তরাজ্যে অবাধ প্রবেশাধিকার বন্ধ হবে আগামী ৩১ ডিসেম্বর।

৩. জানুয়ারি ২০২১ থেকে ইইউ নাগরিকদেরও ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করতে হবে।

৪. নতুন নিয়মে ‘পয়েন্ট ভিত্তিক’ নিরীক্ষার মাধ্যমে ভিসাপ্রার্থীদের যোগ্যতা মূল্যায়ন করা হবে। ভিসা আবেদনকারীদের ‘অনুমোদিত স্পনসরের’ অধীনে দক্ষতা সম্পন্ন চাকরির নিয়োগপত্র থাকতে হবে। বেতনের শর্ত পূরণ করতে হবে। ইংরেজি জানতে হবে।

৫. রাষ্ট্রীয় কল্যাণ সুবিধা পেতে কমপক্ষে পাঁচ বছর অপেক্ষা করতে হবে, যা এতদিন কেবল ইইউ বহির্ভূত দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য ছিল। যুক্তরাজ্যের কৃষি, উৎপাদন ও সেবা খাতের অদক্ষ ও কম দক্ষ কাজের অনেকটাই ইইউ থেকে আসা কর্মীদের ওপর নির্ভরশীল।

 

 

আইনী পরামর্শ নিতে ফোনে অথবা কমেন্টে

Law with N Rahman

Taj Uddin Shah

and

Nashit Rahman

Studio Number:  +441227392972

আরো পড়ুন

ল’ উইথ এন রহমান – ১২ এপ্রিল ২০২১

অনলাইন ডেস্ক

ল’ উইথ এন রহমান | 15 February 2021

অনলাইন ডেস্ক

Law with N. Rahman | 14 June 2021

অনলাইন ডেস্ক