4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
অফবিটআন্তর্জাতিকআরোইউরোপপ্রবাসে বাংলাদেশফিচারবাংলাদেশবিনোদনভিডিওমুক্তমতশিল্প-সাহিত্যসিলেটস্পোর্টস

করোনা ধ্বংসকারী ফেস মাস্ক আসছে ডিসেম্বরেই!

নটিংহামের একজন বিজ্ঞানীর আবিষ্কৃত ফেস মাস্ক নিয়ে দাবি করা হচ্ছে , ‘এই মাস্ক ৯০ শতাংশ করোনা ভাইরাস ধ্বংস করতে সক্ষম’।

নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এবং ন্যানো টেকনোলজির বিশেষজ্ঞ ড. গ্যারেথ কেভ এই অভিনব উদ্ভাবনটি করেছেন।

কিভাবে এটি কাজ করে?

অন্যান্য মাস্কের মতো করোনা ভাইরাসকে আটকানোর বদলে মেরে ফেলে। এই মাস্কের আবরণে একটি তরল আবরণ রয়েছে যা কোভিড-১৯ বহনকারী অণুগুলোকে কমায়। তাছাড়া একটি তামার আবরণ রয়েছে যা ভাইরাসকে মেরে ফেলে।

পরীক্ষায় দেখা গেছে, এই মাস্ক ভাইরাস মেরে ফেলতে ৯০ শতাংশ কার্যকরি।

কবে এটি বাজারে আসবে?

গ্যারেথ জানান, নভেম্বরের শেষ দিকে নোটিংহামে নতুন মাস্কগুলো উৎপাদনে যাওয়ার কথা রয়েছে এবং  ডিসেম্বর থেকে এগুলো বাণিজ্যিকভাবে পাওয়া যাবে।

এগুলো প্রাথমিকভাবে স্বাস্থ্যসেবা, পরিবহন এবং খাদ্য পরিষেবাগুলোতে সরবরাহ করা হবে।

বলা হচ্ছে, নতুন এই মাস্কের দাম ১ পাউন্ডের কম-বেশি হতে পারে। সার্জিকাল মাস্কের চেয়ে দাম বেশি হলেও সুরক্ষার দিক থেকে সেটি অনেক বেশি কার্যকরি দাবি গ্যারেথের।

গ্যারেথ বলেন, প্যানডেমিক শুরুর পর অনেক বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলো বন্ধ হয়ে যাও্যায় হাতে সময় পাওয়া গিয়েছিল। এই সময়টাকে মানুষের সহায়তার কাজে ব্যয় করেছি।

১৯ নভেম্বর ২০২০
এনএইচ

আরো পড়ুন

মেজর জেনারেল (অবঃ) সৈয়দ ইফতেখার উদ্দিন সিডিজিজি’র চেয়ারম্যান হিসাবে মনোনীত

বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ কি বিপ্লবে রূপ নিচ্ছে?

আর্টের ধরন বদলে দিবে কৃত্রিম বুদ্ধিমত্তা