0.6 C
London
November 21, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

কলার বাক্সে ব্রিটেনে এলো ১৮৪ মিলিয়নের কোকেন!

কলম্বিয়া থেকে কলার চালানে করে যুক্তরাজ্যে আসা বিপুল পরিমাণ কোকেন জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। ২৩০০ কেজি ওজনের এই কোকেনের মূল্য প্রায় ১৮৪ মিলিয়ন পাউন্ড বলে জানিয়েছে পুলিশ।

 

বিবিসির রিপোর্টে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এই বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ পাচার কারিদের আটক করে।

 

পুলিশ জানায়, পোর্টমাউথ থেকে প্যালেটগুলো পরিবহনে করে নর্থ লন্ডনের টুটেন হামের শিল্প এলাকায় নিয়ে আসা হয়। সেখানে আগে থেকেই গোয়েন্দা পুলিশ উপস্থিত ছিলো। মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ১০জনকে আটক করে পুলিশ। তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

 

গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে এক সপ্তাহ ব্যাপী তদন্তের পরে এনসিএ এবং মেট পুলিশদের যৌথ অভিযানে এই পাচার কারিদের আটক করা হয়।

 

সূত্র: বিবিসি
২১ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

করোনা ভাইরাস নিয়ে প্রচলিত গুজব

ইসরায়েলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল বাংলাদেশের

অনলাইন ডেস্ক

সাবস্ক্রিপশন ও সরকারি অনুদান দ্বারা প্রতিস্থাপিত হবে বিবিসির লাইসেন্স ফি

অনলাইন ডেস্ক