কাতারের দোহার দুটি আইকনিক বাঁকানো বিল্ডিংয়ের মধ্যে মাটি হতে প্রায় ১৮৫ মিটার উপরে হেঁটে রেকর্ড করেছেন জান রুজ নামের এক ব্যক্তি। একটি ২.৫ সেমি পুরু দড়িতে শরীরের ভারসাম্য ঠিক রেখে শক্তি, দক্ষতা এবং সাহসের সাথে হেঁটে এক আশ্চর্য কীর্তি স্থাপন করেছেন তিনি।
রেড বুল অ্যাথলেট জান রুজ র্যাফেলস এবং ফেয়ারমন্ট নামক দুটি হোটেলের একটি হতে হেঁটে অন্য হোটেলে পৌঁছার কৃতিত্ব দেখান। মিডিল ইস্ট নিউজ মিডিয়ার তথ্যানুসারে রুজের জন্য এই ধরনের দুঃসাহসিকতা নতুন নয় যদিও সর্বোচ্চ উচ্চতার জন্য এটা চরম দুঃসাহসিক।
এলইডি লাইটের কারণে রাতে লাইনটি স্পার্ক করায় লাইনটিকে ডাকা হয় স্পার্কলাইন নামে।
বিস্ময়কর ভিডিওটিতে রুজের “ভারসাম্য দক্ষতা এবং নিয়ন্ত্রণ” এর জন্য রুজকে প্রশংসায় ভাসান দর্শকেরা অনলাইনে করা বিভিন্ন মন্তব্যের মাধ্যমে।
উল্লেখ্য যে, জান রুজ একজন আন্তর্জাতিক অ্যাথলেট যিনি পৃথিবীর বিভিন্ন জায়গায় খেলা প্রদর্শন করে থাকেন। তার উল্লেখযোগ্য খেলার মধ্যে কাজাখস্তানের পর্বতমালার মধ্যে একটি হতে অন্যটিতে হেঁটে যাওয়া কিংবা কেনিয়ার সিংহ এবং হাতির উপরে দাঁড়িয়ে স্ট্যান্ট প্রদর্শন করা অন্যতম।
এম.কে
০১ আগস্ট ২০২৩