15.3 C
London
September 10, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

কাতার আক্রমণঃ ইসরায়েলি প্রেসিডেন্টের লন্ডন সফর ঘিরে বিতর্ক, সমালোচনার মুখে স্টারমার

কাতারে ইসরায়েলের বিমান হামলার নিন্দা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। বুধবার লন্ডনে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকের আগে তিনি বলেন, হামাস নেতাদের লক্ষ্য করে দোহায় চালানো এই হামলা কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এটি পুরো অঞ্চলে নতুন উত্তেজনা ছড়িয়ে দিতে পারে।

 

স্টারমার এক্স-এ দেওয়া বিবৃতিতে বলেন, “প্রাধান্য পাওয়া উচিত তাৎক্ষণিক যুদ্ধবিরতিকে, জিম্মিদের মুক্তিকে এবং গাজায় বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছানোকে। এটিই দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র সমাধান।”

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। হামাস জানিয়েছে, ছয়জন নিহত হলেও তাদের নেতৃত্ব বেঁচে গেছে। মধ্যস্থতাকারী দেশ কাতার এই হামলাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে।

ডাউনিং স্ট্রিট বলেছে, এ হামলার ব্যাপারে তারা আগে থেকে কিছু জানত না এবং এটিকে স্বাধীন সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেছে। তবে হোয়াইট হাউস নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রকে আগেই এ বিষয়ে জানানো হয়েছিল।

হারজগের সফর ঘিরে ব্রিটিশ রাজনীতিতে সমালোচনা দেখা দিয়েছে। সমালোচকরা বলছেন, ইসরায়েলের সঙ্গে এমন সময়ে বৈঠক বিভ্রান্তিকর বার্তা দেবে। লেবার, গ্রিন ও স্কটিশ ন্যাশনাল পার্টির এমপি ও পিয়ারসহ ৬০ জন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন হারজগকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি না দিতে।

ডাউনিং স্ট্রিট আগে জানিয়েছিল, গাজায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাজ্যে এলে তাকে গ্রেপ্তার করা হবে। যদিও হারজগ ভিন্ন রাজনৈতিক দলের এবং তার দায়িত্ব মূলত আনুষ্ঠানিক। তিনি আগে নেতানিয়াহুর বিচার সংস্কার পরিকল্পনার বিরোধিতা করলেও গাজায় সামরিক অভিযানে সমর্থন দিয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে হারজগ এক বক্তব্যে গাজার সব ফিলিস্তিনিকে হামাসের হামলার জন্য দায়ী করেছিলেন। আন্তর্জাতিক বিচার আদালত তার সেই বক্তব্য উদ্ধৃত করে জানায়, ফিলিস্তিনিদের গণহত্যা থেকে সুরক্ষার অধিকার তাৎক্ষণিক ঝুঁকিতে রয়েছে। যদিও হারজগ দাবি করেন, আদালত তার বক্তব্য বিকৃত করেছে।

স্টারমার সর্বশেষ এক বছরেরও বেশি আগে প্যারিসে হারজগের সঙ্গে বৈঠক করেছিলেন। এবার লন্ডন সফরে তিনি কাতারে হামলার বিষয় এবং গাজার মানবিক সংকট নিয়ে আলোচনা করবেন বলে নিশ্চিত করেছে ডাউনিং স্ট্রিট।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের আবাসনে লুকানো “লাভের খেলা”

অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর সিদ্ধান্ত দুইমাস পর: যুক্তরাজ্য

কোভিডের সময়ের চেয়েও দ্রুত হারে বন্ধ হচ্ছে ইউকের রেস্তোরাঁগুলো

অনলাইন ডেস্ক