2.2 C
London
January 8, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকবাংলাদেশ

কানাডায় অ্যাসাইলাম আবেদনে ভারতের পরেই বাংলাদেশ

কানাডায় অ্যাসাইলাম আবেদনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ সংখ্যক আবেদনকারী নিয়ে শীর্ষে রয়েছে ভারত। কানাডার অভিবাসী ও শরণার্থী বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত একটি তালিকা হতে এসব তথ্য জানা গেছে।

তালিকায় ২০১২ সালের ১৫ ডিসেম্বর হতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তথ্য সংযুক্ত করা হয়েছে। এখানে দেখা গেছে, নিপীড়নের শিকার হয়ে কানাডায় আশ্রয়ের আবেদন ঝুলে আছে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭টি। এরমধ্যে ১ লাখ ৪৬ হাজার ৮২৮টি বিবেচনাধীন রয়েছে আর ৩৩ হাজার ৫৮৩টি আবেদন অনুমোদন করা হয়েছে।

উল্লিখিত সময়ে নিপীড়নের শিকার হয়ে ভারত থেকে কানাডায় আশ্রয়ের জন্য আবেদন বিবেচনাধীন আছে ২৩ হাজার ৯০৫টি। এর মধ্যে ১ হাজার ৬২১টি আবেদন অনুমোদিত হয়েছে। এছাড়া ৩০ হাজার ৭৮৭টি আবেদন এখনও ঝুলে আছে।

এরপরের অবস্থানেই আছে বাংলাদেশের নাম। দেশটির ১৪ হাজার ৫৮১টি আবেদন এখন বিবেচনাধীন আছে, যার মধ্যে ৫৪১টি অনুমোদিত হয়েছে। আবেদন ঝুলে আছে ১৬ হাজার ৩৭৫টি।

১৩ হাজার ৪০টি বিবেচনাধীন আবেদন নিয়ে তৃতীয় অবস্থানে আছে নাইজেরিয়া। তাদের ১ হাজার ৪৯৭টি আবেদন অনুমোদিত হয়েছে আর ঝুলে আছে মোট ১৭ হাজার ৭৪৭টি।

অ্যাসাইলাম আবেদনের সংখ্যায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকলেও জনসংখ্যা অনুপাতে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যাচ্ছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ভারতের ২০২৩ সাল পর্যন্ত ১৪২ কোটি ৯০ লাখ জনসংখ্যার হিসেবে দেশটি থেকে কানাডায় বিবেচনাধীন আবেদনের হার শূন্য দশমিক ০০০১৭ শতাংশ। ওদিকে, বিশ্বব্যাংকের ২০২৩ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের ১৭ কোটি ৩০ লাখ জনসংখ্যার হিসেবে দেশটি থেকে কানাডায় বিবেচনাধীন আবেদনের হার শূন্য দশমিক ০০৮ শতাংশ।

সূত্রঃ রয়টার্স

এম.কে
০৮ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

যে কারণে শিক্ষার্থীদের চাপা দিয়েছিল প্রাইভেটকার

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন ড. আব্দুর রাজ্জাক

সচিবালয়ে ‘বুলেটপ্রুফ গ্লাস’ লাগাতে চেয়েছিলেন শেখ হাসিনা