13 C
London
February 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

কানাডায় তীব্র তাপদাহে ৪৮৬ জনের মৃত্যু

পাঁচ দিনে তীব্র তাপপ্রবাহে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় অন্তত ৪৮৬ জনের মৃত্যু হয়েছে।

 

প্রদেশের মরদেহ পরীক্ষা কেন্দ্রের প্রধান লিসা ল্যাপোইন্টি এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার থেকে বুধবার (৩০ জুন) দুপুর ১টা পর্যন্ত মৃত্যুর এই সংখ্যা জানা গেছে।

 

তিনি বলেছেন, আমাদের বিশ্বাস এই মৃত্যুগুলোর পেছনে তাপ একটি সম্ভাব্য বিষয়। তবে এটি নিশ্চিত হতে হবে।

 

লিসা জানান, যারা মারা গেছেন তাদের অধিকাংশই একাকী বাস করতেন। যেসব বাসায় তারা থাকতেন সেখানে গিয়ে দেখা গেছে, ঘরে তীব্র গরম এবং বাতাস আসা-যাওয়ার ব্যবস্থা ছিল না। মৃতের প্রাথমিক সংখ্যা ৪৮৬। তবে শব পরীক্ষা কেন্দ্রে আরও মৃত্যুর খবর আসছে বিধায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

 

২ জুলাই ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল সৌদি আরব

ইংল্যান্ডে আবাসন সংকট মোকাবেলায় বাসাভাড়ায় ক্যাপ প্রবর্তনের আহ্বান

ব্রিটিশ এয়ার ফোর্সের বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত