6.3 C
London
December 26, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা যারা বিদেশে পড়ার স্বপ্ন দেখেন, তাদের তালিকায় প্রথম দিকেই থাকে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের নাম। এর নানা কারণও আছে। কিন্তু এই তিনটি দেশে কমতে শুরু করেছে আন্তর্জাতিক শিক্ষার্থী। শিক্ষাসংক্রান্ত পোর্টালগুলো এ কথা জানিয়েছে। কেন কমেছে, সেই ব্যাখ্যা করেছে তারা। শিক্ষাসংক্রান্ত পোর্টালগুলোর লিঙ্কডইনের শেয়ার করা তথ্য থেকে এ–সংক্রান্ত প্রতিবেদন ছাপিয়েছে ইকোনমিকস টাইমস।

স্টাডি পোর্টালগুলো সম্প্রতি লিঙ্কডইনে যেসব গবেষণা প্রতিবেদন ও তথ্য শেয়ার করেছে, তাতে ইঙ্গিত মিলছে যে আন্তর্জাতিক শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠানগুলো (অন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠান) বিবেচনা করছে। এর অন্যতম কারণটি হলো এসব দেশের অভিবাসন নীতিমালা। অভিবাসন নীতিমালা এ জন্য দায়ী। এ কারণে কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে পড়াশোনার প্রতি কম ঝুঁকছেন শিক্ষার্থীরা অথবা বলা যেতে পারে, তাদের কাছে কম আকর্ষণীয় হয়ে উঠছে।

শিক্ষা পোর্টালগুলোর গবেষণার শিরোনাম ছিল—‘জয়ী ও পরাজিত: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ নীতিগুলো কীভাবে শিক্ষার্থীদের প্রভাবিত করেছে’। অভিবাসন নীতি পরিবর্তনের পর থেকে শিক্ষার্থীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে নতুন কয়েকটি গন্তব্য কীভাবে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের চেয়ে এগিয়ে গেছে, গবেষণায় তা–ও দেখানো হয়েছে। প্রকাশিত গবেষণায় দেখানো হয়েছে, কানাডা ও যুক্তরাজ্যে অন-ক্যাম্পাস ব্যাচেলর ও মাস্টার প্রোগ্রামে শিক্ষার্থীর সংখ্যা এ বছরের জানুয়ারিতে তরতর করে বাড়ছিল। ফেব্রুয়ারিতে এই শিক্ষার্থী বাড়ার প্রবণতা কমেছে, বিশেষ করে কানাডায় এটা তীব্রভাবে হ্রাস পেয়েছে। মার্চে কিছুটা স্থিতিশীলতার লক্ষণ ছিল, পরে আবার কমতে শুরু করে। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সামগ্রিক প্রবণতা ছিল নিম্নগামী, অর্থাৎ কমতির দিকে।

এই সময়, অর্থাৎ এ বছরের জুলাই পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রতি আর্ন্তজাতিক শিক্ষার্থীদের আগ্রহ বা জনপ্রিয়তা যুক্তরাজ্য বা কানাডার তুলনায় অনেক কম ছিল। ট্রেন্ডলাইনেও এমন ইঙ্গিতই মিলেছে। ২০২৪ সালে প্রথম সপ্তাহের তুলনায় এ বছরের ২১ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যে ২৫ দশমিক ৮ শতাংশ, অস্ট্রেলিয়ায় ২৫ দশমিক ১ শতাংশ ও কানাডায় ১৭ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী হ্রাস পেয়েছে।

সূত্রঃ ইকোনমিকস টাইমস

এম.কে
০৯ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

অতিরিক্ত ইনসুলিন দিয়ে ১৯ রোগীকে হত্যা করেছেন মার্কিন নার্স

আসছে ক্যান্সারের টিকা

কানাডার অভিবাসন নীতিতে পরিবর্তন, বিপদে অস্থায়ী অনুমতি পাওয়া অভিবাসীরা