13.8 C
London
April 3, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন

অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর। সাবেক লেগ স্পিনার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলা হচ্ছে।

 

শুক্রবার (৪ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান।

 

বিবৃতিতে বলা হয়েছে, ‘শেনকে (ওয়ার্ন) তার ভিলায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এবং চিকিৎসাকর্মীদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

 

এর আগে শুক্রবার সকালে মারা গেছেন আরেক অজি কিংবদন্তি রড মার্শ। গত সপ্তাহেই তার হার্ট অ্যাটাক হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

 

শেন কেইথ ওয়ার্ন ভিক্টোরিয়ার ফার্নট্রি গুল্লি এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ও সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তাকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম লেগ স্পিনার বিবেচনা করা হয়ে থাকে। তিনি ২০০০-২০০৭ ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার আধিপত্যের অন্যতম কারিগর ছিলেন তিনি। ২০১৩ সালে ওয়ার্নকে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

 

৪ মার্চ ২০২২
এনএইচ

আরো পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম

গরুকে দিয়ে রেস্তোরাঁ উদ্বোধন

যুক্তরাজ্যে বাঙালি পাড়ায় সাঁড়াশি অভিযান, আতঙ্ক