13 C
London
May 2, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

কৃষ্ণাঙ্গ আফ্রিকানরা ইউক্রেনে বর্ণবাদের শিকার

যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে পালানোর চেষ্টা করা নাইজেরিয়ান ছাত্ররা অভিযোগ করেছে, প্রতিবেশী দেশের সীমান্ত দিয়ে ইউক্রেন ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় তারা জাতিগত বৈষম্যের শিকার হচ্ছেন।

 

বিবিসির সাংবাদিক স্টেফানি হেগার্টি শিক্ষার্থীদের অগ্নিপরীক্ষা ব্যাখ্যা করে একটি সিরিজ টুইট প্রকাশ করেছেন। তিনি বলেন যে একজন নাইজেরিয়ান মেডিকেল ছাত্র তাকে জানান, তিনি যখন সীমান্ত অতিক্রম করার জন্য অপেক্ষা করছিলেন, তখন ইউক্রেনের সৈন্যরা কৃষ্ণাঙ্গদের পার হতে দেয়নি এবং তাদের ফেরত পাঠায়। তিনি বলেছিলেন, তাদের প্রথমে ‘ইউক্রেনীয়দের’ যেতে দিতে হবে।

 

পোল্যান্ড সীমান্ত বাহিনীর মুখপাত্র বলেন, তারা ইউক্রেন থেকে কিছু মানুষকে পোল্যান্ডে প্রবেশের অনুমতি দিচ্ছে। পোল্যান্ড-ইউক্রেন সীমান্তে আটকে পড়া ভারতীয় ছাত্রদেরও একই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। জানা গেছে, ভারতীয় ছাত্রদের সীমান্ত অতিক্রম করার অনুমতি দেওয়া হয়নি এবং বলা হয়েছে, ‘যখন আপনার সরকার আমাদের সাথে সহযোগিতা করেনি, আমরা কেন আপনাকে সহযোগিতা করবো?’

 

টুইটারে একজন একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যায় আফ্রিকান মানুষদের ইউক্রেনীয়রা ট্রেনে উঠতে বাধা দিচ্ছে। তিনি বলেন, ‘তারা আফ্রিকানদের ট্রেনে উঠতে বাধা দিচ্ছে।’

 

নজেকিয়েভ নামের একজন টুইট করেছেন, আফ্রিকানরা সর্বশেষ যারা কোন ট্রেনে উঠতে পারবেন। তিনি বলেন, ‘কিয়েভের ট্রেন স্টেশনগুলোতে প্রথমে শিশু, দ্বিতীয় নারী, শ্বেতাঙ্গ পুরুষ তৃতীয়, তারপর বাকিটা আফ্রিকানদের দখলে। এর মানে হল আমরা এখানে ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু আফ্রিকান হওয়ার কারণে প্রবেশ করতে পারিনি। বেশিরভাগ আফ্রিকান এখনও লভিভে যাওয়ার জন্য অপেক্ষা করছে।’

 

অন্য একটি ভিডিওতে তিনি বলেন, ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলো তাদের গুলি করার হুমকি দিয়েছে। ভিডিওতে আফ্রিকানদের বলতে শোনা যায়, ‘আমাদের কাছে বন্দুক নেই’।

 

২৮ ফেব্রুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

বাজেট: দাম বাড়বে যেসব পণ্যের

দেশে ৯ মাসে ১৫৪ সাংবাদিক নির্যাতনের শিকার, গুলিতে নিহত ১

অনলাইন ডেস্ক

বরিস জনসনের ভারত সফর সীমিত করা হচ্ছে

অনলাইন ডেস্ক