24.2 C
London
July 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

কেট মিডলটনের অনুপস্থিতি নিয়ে উদ্বেগে প্রিন্সেস ডায়ানার ভাই

ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের অবস্থান নিয়ে ধোঁয়াশায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রিন্সেস ডায়ানার ভাই আর্ল স্পেন্সার। কেট মিডলটনের বর্তমান পরিস্থিতিকে প্রিন্সেস ডায়ানার সঙ্গে তুলনা করেছেন তিনি। রোববার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কেট মিডলটনের সঙ্গে প্রকৃতপক্ষে কী ঘটেছে তা নিয়ে আমি উদ্বিগ্ন। ‘

সাক্ষাৎকারে তিনি ডায়নার ‘প্রেস স্ক্রুটিনির’ শিকার হওয়াকে অনেক বেশি ‘বিপজ্জনক’ ছিল বলে মন্তব্য করেন।

কেটের বর্তমান পরিস্থিতিটিকে তার বোনের সঙ্গে তুলনা করে স্পেন্সার আরও বলেন, ‘প্রিন্সেস ডায়ানা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল তা ঝুঁকিপূর্ণ ছিল। আমি মনে করি বর্তমানে এটি আরও বিপজ্জনক। যদি আমি ১৯৯৭ সাল এবং ডায়ানার মৃত্যুর দিকে ফিরে তাকাই, তা হলে বলতে হয় তার মৃত্যুর পরিস্থিতি ছিল খুবই মর্মান্তিক। ‘

ডায়ানার মৃত্যুর জন্য শুধু পাপারাজ্জিদের দায়ী করেন না স্পেন্সার। ব্রিটিশ রাজপরিবারের ভিতরের অনেক অজানা কাহিনীকেও তার বোনের মৃত্যুর সাথে সম্পর্কিত বলে মনে করেন আর্ল।

উল্লেখ্য, তৎকালীন প্রিন্সেস অফ ওয়েলস প্রিন্সেস ডায়ানা ১৯৯৭ সালের ৩১ আগস্ট একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ৩৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। তার পূত্রবধূ কেট মিডলটন গত বছরের ডিসেম্বর থেকে জনসাধারণের আড়ালে রয়েছেন। আর তার অনুপস্থিতি ঘিরেই ব্রিটিশ রাজপরিবার ঘিরে জনসাধারণের মনে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। যদিও কেনসিংটন প্যালেস জানিয়েছে, গত জানুয়ারিতে তার পেটে একটি অস্ত্রোপচারের পর তিনি সেরে উঠেছেন।

তথ্যসূত্রঃএনডিটিভি।

এম.কে
১৮ মার্চ ২০২৪

আরো পড়ুন

ইউকে ব্যালটে ইন্ডিয়ান ইয়াং প্রফেশনাল স্কিম ভিসা ব্যবস্থা চালু

মা হারালেন বরিস জনসন

অনলাইন ডেস্ক

ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের সমর্থন শর্তহীন নয়ঃ ডেভিড ক্যামেরন