6.9 C
London
March 28, 2024
TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

কেন মানুষ দ্বিতীয়বার কোভিড আক্রান্ত হচ্ছেন?

প্যানডেমিকের প্রথম দিকে একজন লোকের দুইবার কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা বিরল ছিল। কিন্তু ২০২১ সালের শেষদিকে ওমিক্রণ ভ্যারিয়েন্ট শুরু হওয়ার পর এরকম কেস দেখা যাচ্ছে।

 

যে কারণে মানুষ আবার আক্রান্ত হচ্ছে?

প্রথম কারণটি হচ্ছে ওমিক্রণ। কারণ এটি পূর্বের প্রতিরক্ষাওগুলোকে অতিক্রম করতে পারে।

 

দ্বিতীয় কারণটি হচ্ছে ‘সংখ্যার খেলা’। কারণ, অনেক বেশি সংখ্যক মানুষ ইতোমধ্যেই কোভিড আক্রান্তের মধ্যে দিয়ে গিয়েছেন। তাই তাদের আবার আক্রান্তের সম্ভাবনা বেড়ে যায়।

 

তবে খুবই অল্প সময়ের ব্যাবধানে দুইবার কোভিড আক্রান্তের ঘটনা বিরলই বলা চলে। যুক্তরাজ্যে সর্বশেষ তাণ্ডব চালানো ওমিক্রণের সময়ও তেমনিটা দেখা যায়নি।

 

ওদিকে যাদের দ্বিতীয়বার কোভিড হয়েছে তাদের অসুস্থতা তেমন মারাত্মক হতে দেখা যায়নি।

 

আপনার দুইবার কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতো?

 

বিশেষজ্ঞরা বলছেন, বেশ ভালো রকমই সম্ভাবনা রয়েছে। কারণ করোনা ভাইরাস সবসময়ই বিকশিত হয়।

 

বেশিরভাগ মানুষের কাছে করোনাভাইরাস সর্দি-কাশির উপসর্গ নিয়ে জীবনে কয়েকবারও ফিরে আসতে পারে। কিন্তু মহামারির শুরুর দিকে এমনটি মনে হয়নি।

 

২০২১ সালের নভেম্বরের আগে যুক্তরাজ্যে রেকর্ড করা সমস্ত ক্ষেত্রে ১ শতাংশেরও কম পুনঃসংক্রমণ হিসাবে চিহ্নিত করা হয়েছিল।

 

এরপর শুরু হয় ওমিক্রন। এই ভ্যারিয়েন্টটি করোনার অন্য ভ্যারিয়েন্টগুলোর থেকে আলাদা। এটি দেহের প্রাথমিক প্রতিরোধ ক্ষমতাকে সহজেই অতিক্রম করে, আগের ভ্যারিয়েন্টগুলো এতে এতোটা কার্যকর ছিলো না।

 

১ মার্চ ২০২২
সূত্র: বিবিসি

এনএইচ

আরো পড়ুন

বিয়ের অনুষ্ঠানে গান বাজনা নিষিদ্ধ করলো তালেবান

প্রাক্তন বান্ধবীকে হয়রানির দায়ে লন্ডনে এক ব্যক্তির কারাদণ্ড

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের পক্ষে লন্ডনে তিন লাখ মানুষের বিক্ষোভ