4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

কোভিড টেস্টের ভুয়া মেসেজ নিয়ে সতর্ক করল এনএইচএস

কোভিড টেস্ট সংক্রান্ত একটি ভুয়া টেক্স মেসেজ সম্পর্কে সতর্ক করেছে এনএইচএস। এই মেসেজের মাধ্যমে বহু লোকের কাছে এমন তথ্য গেছে যাতে বলা হয়েছে তাদের কোভিড কেসের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

 

টুইটারে এনএইচএস জানিয়েছে, ওমিক্রন কোভিড-১৯ টেস্ট কিট অর্ডার করার বিষয়ে জাল টেক্সট মেসেজের রিপোর্ট দেখেছি আমরা। আমরা কখনও ব্যাংকের তথ্য জানতে চাই না, তাই এই সম্পর্কে সতর্ক থাকুন।

 

মনে করা হচ্ছে, বার্তাগুলির লক্ষ্য আর্থিক এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা।

 

বিবিসি জানায় তাদের বেশ কয়েকজন কর্মী ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত লিংকের মাধ্যমে এ ধরনের মেসেজ দেখতে পেয়েছেন। একই ধরনের ভুয়া মেসেজ পাঠানো হচ্ছে টুইটার ব্যবহারকারীদেরও।

 

এই লিংকে ক্লিক করলে লোকেদের একটি পেইজে নিয়ে যায় যেখানে ব্যক্তিগত তথ্য দিতে বলা হয়।

 

জানা যায়, লোকেদের এখন আর কোভিড টেস্টের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে না। যদিও কিছু ওষুধ কম্পানি টেস্ট কিট বিক্রি করছে।

 

কোভিডের ভয় দেখিয়ে এ ধরনের ভুয়া মেসেজ পাঠিয়ে আর্থিক লাভবান হওয়ার পায়তারা করতে পারে কিছু লোক এমন সতর্কতা জানিয়েছে ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার।

 

২৩ জুন ২০২২
এনএইচ

আরো পড়ুন

বাংলাদেশ সরকারের ছাত্রলীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক

ল’ উইথ এন রহমান- ৪ জানুয়ারি ২০২১

লন্ডনে ফেলে দেওয়া চুইংগাম সরাতেই বছরে খরচ ৪০ লাখ ডলার