7.4 C
London
December 19, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ক্যান্সার শনাক্তে নতুন পদ্ধতি আবিষ্কার করলেন ব্রিটিশ গবেষকরা

ক্যান্সার শনাক্তের নতুন পদ্ধতি আবিষ্কার করলেন ব্রিটিশ গবেষকরা। মাত্র এক পরীক্ষাতেই মিলবে ক্যান্সারের ৫০ ধরণের অস্তিত্ব। মানবদেহে ট্রায়ালের পর সংগৃহীত নমুনার মধ্যে ৮৫ ভাগ ক্যান্সার শনাক্তকরণ সঠিক বলে দাবি করেন ব্রিটিশ গবেষকরা।

প্রাণঘাতী রোগ ক্যান্সারের চিকিৎসায় প্রতিনিয়ত নতুন নতুন পদ্ধতি আবিষ্কারে গবেষণা চালিয়ে যাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। সম্প্রতি দূরারোগ্য এই ব্যাধির চিকিৎসায় নতুন করে আশার আলো দেখছেন যুক্তরাজ্যের একদল গবেষক।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএসের সাম্প্রতিক গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে রোগটি শনাক্তে নতুন পদ্ধতি আবিষ্কারের দাবি করেছেন তারা।

 

 

 

 

বায়োপসি ছাড়াও ক্যানসার নির্ণয়ের জন্য বিশেষ এক রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যানসার শনাক্ত করা সম্ভব বলে দাবি এনএইচএসের। কোনো ধরনের উপসর্গ দেখা যাওয়ার আগেই অন্ত্র, ফুসফুস, অগ্ন্যাশয়সহ শরীরে লুকিয়ে থাকা ৫০টিরও বেশি ধরনের ক্যানসারের অস্তিত্ব মিলবে সামান্য এক রক্ত পরীক্ষাতেই।

সংগৃহীত ৫ হাজার নমুনার মধ্যে ৮৫ ভাগ ক্যান্সার শনাক্তকরণ সঠিক বলে দাবি করেন ব্রিটিশ গবেষকরা।প্রাথমিকভাবে বিজ্ঞানীরা আশার আলো দেখলেও, ক্যানসারে আক্রান্ত রোগীদের ওপর এ নিয়ে আরও বড় পরিসরে গবেষণার প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এম.কে
০৪ জুন ২০২৩

আরো পড়ুন

অবৈধ কাজে সহায়তাকারী আইনজীবীদের জন্য কঠোর হচ্ছে সরকার

জয় শ্রীরাম বলে যে বার্তা দিলেন ঋষি সুনাক

বিজ্ঞানীদের পথ দেখালেন পারকিনসন্সের গন্ধ সনাক্ত করতে পারা নারী!

অনলাইন ডেস্ক