10.9 C
London
October 5, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

‘খেলা শেষ হয়নি’, বললেন খামেনির শীর্ষ সহযোগী

রোববার ভোরে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে এই কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিনিরা। তবে পারমাণবিক কেন্দ্রে হামলা চালালেও ‘খেলা শেষ হয়নি’ বলে মন্তব্য করেছেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সহযোগী আলী শামখানী।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, খামেনির এ সহযোগী বলেছেন, “পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এমনটি ধরে নিলেও, খেলা শেষ হয়নি। সমৃদ্ধকরণকৃত উপাদান, স্বতন্ত্র জ্ঞান এবং রাজনৈতিক ইচ্ছাশক্তি অক্ষুন্ন থাকবে। চমকও অব্যাহত থাকবে।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যে পারমাণবিক আলোচনা চালাচ্ছিল সেখানে ইরানের প্রতিনিধিত্ব করছিলেন আলী শামখানী।

সূত্রঃ ফার্স নিউজ এজেন্সি

এম.কে
২৩ জুন ২০২৫

আরো পড়ুন

তুরস্কের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীকে ১১ হাজার বছরের জেল

নাক খুঁচিয়ে আঙুল মুছল মাস্কের ছেলে, ডেস্ক সংস্কারে পাঠালেন ট্রাম্প!

আফ্রিকায় শীর্ষ বিনিয়োগকারী আরব আমিরাত