TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

গরমে পুড়ছে লন্ডন, সতর্কতা জারি

তীব্র গরমের কারণে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহের মাঝামাঝি সেখানকার তাপমাত্রা বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, তাপমাত্রা বাড়তে থাকায় লন্ডনসহ যুক্তরাজ্যের ৭টি অঞ্চলে রোববার রাত ৯টা পর্যন্ত হলুদ সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা। এই অবস্থায় স্বাস্থ্যগত নানা জটিলতায় ভোগা ব্রিটিশ প্রবীণ নাগরিকদের অতিরিক্ত যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে এবং ওয়েলসের দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছিল। মঙ্গলবার সতর্কতা জারি করা অঞ্চলগুলোর তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বুধ ও বৃহস্পতিবার সেখানকার তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

এ ছাড়া ওয়েলসস, স্কটল্যান্ড ও নর্থ আয়ারল্যান্ডের কয়েকটি এলাকাতেও প্রচণ্ড গরম অনুভূত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এম.কে
০৭ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

ব্রেক্সিট চুক্তি নিয়ে নতুন সংঘাতের আশঙ্কা!

যুক্তরাজ্যের চাইল্ড বেনিফিট সুবিধা প্রসঙ্গে ৩১ আগস্টের আল্টিমেটাম

৯২ বছর বয়সে পঞ্চম বিয়ের পিঁড়িতে বসছেন রুপার্ট মারডক