TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

গাঁজাসেবনকারীদের গ্রেফতার নয়, সংশোধন চান সাদিক খান

গাঁজার মতো ‘ক্লাস বি’ ড্রাগ গ্রহণকারী তরুণদের গ্রেফতার নয়, কাউন্সেলিং এর মাধ্যমে সংশোধনের নতুন পদক্ষেপ হাতে নিয়েছেন লন্ডন মেয়র সাদিক খান। এতে করে অনুর্ধ্ব ২৫ তরুণেরা গাঁজা ব্যবহারের মতো অপরাধে দাগী আসামীর খাতায় নাম না লিখিয়ে, সংশোধনের মাধ্যমে নতুন জীবনে ফিরে আসতে পারবে।

 

লুইশান, গ্রিনউইচ, বেক্সলি বারোর নতুন নিয়মের অধীনে পুলিশ অফিসারদের নির্দেশনা দেয়া হবে, ‘ক্লাস বি’ মাদকসহ ধরা পড়া যুবকদের গ্রেপ্তার না করতে। এর পরিবর্তে, অপরাধীদের তাদের পারিবারিক বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এবং সেলের বাইরে রাখা হবে।

 

প্রধানমন্ত্রী বরিস জনসন বিনোদনমূলক মাদকের ব্যবহারে বড় ধরনের ‘ক্র্যাকডাউন’ ঘোষণা করার এক মাসেরও কম সময়ের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা মাদক সেবনকারীদের বিরুদ্ধে ‘খুব কঠোর’ হওয়ায় মেয়রের পরিকল্পনার সাথে তা সাংঘর্ষিক হতে পারে।

 

তিনি মধ্যবিত্ত ব্যবহারকারীদের সতর্ক করে বলেন, তাদের অপরাধের ফলে অর্থদণ্ড দিতে হবে এবং তারা নতুন নিষেধাজ্ঞার অধীনে তাদের পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেয়া হবে।

 

জানা যায়, সাদিক খানের পরিকল্পনা এই মাসে ঘোষণা করা হবে এবং লুইশামের মেয়র ড্যামিয়েন এগান এর নেতৃত্ব দেবেন। (সূত্র: ডেইলি মেইল)

 

নতুন নীতিটি গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা পরামর্শ দেয় যে, গাঁজা সেবনকারীদের শাস্তি দেওয়ার পরিবর্তে গুরুতর এবং সহিংস অপরাধে পুলিশের সময় ব্যয় করা ভাল।

 

সাধারণ ক্ষমার পরিকল্পনা সমস্ত ক্লাস-বি মাদকের জন্য প্রসারিত হতে পারে, যার অর্থ হল ‘কেটামাইন’ এবং ‘অ্যামফিটামিনের মতো, যা ‘স্পিড’ নামে পরিচিত, কার্যকরভাবে সেগুলো অপরাধমূলক মাদকের আওতায় পড়বে।

 

এপ্রিল মাসে, হাজার হাজার গাঁজা ভক্ত ‘৪২০ দিন’ উদযাপন করার সময় প্রকাশ্যে গাঁজা ধূমপান করতে হাইড পার্কে ভিড় করেন।

 

৪ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

অবৈধ অভিবাসন বন্ধে তুরষ্ক-যুক্তরাজ্যের যৌথ প্রচেষ্টা

পর্তুগালের সিটি নির্বাচনে বিজয়ী বাংলাদেশি শাহ আলম কাজল

বিদেশি শিক্ষার্থী আসা কমালে বিপদে পড়বে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো!

অনলাইন ডেস্ক