13.6 C
London
May 15, 2024
TV3 BANGLA
বাকি বিশ্ব

গাজাবাসীর দৃঢ়তা দেখে ফরাসি কোচের ইসলাম গ্রহণ

ইসলাম গ্রহণ করেছেন ফরাসি কোচ প্যাট্রিস বাউমেল। গণহত্যা সত্ত্বেও গাজাবাসীর দৃঢ়তা দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হন তিনি।

রোববার ২৮ এপ্রিল আলজাজিরা মুবাশির জানিয়েছে, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি মসজিদে ইসলামে প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্যাট্রিস।

প্যাট্রিস বাউমেল আলজিয়ার্সের ফুটবল ক্লাব মৌলুদিয়ার কোচ। ইসলাম গ্রহণের ঘোষণা দেয়ার পর তিনি তার নতুন নাম রেখেছেন ‘আমির’।

ফরাসি এই কোচের ইসলামে প্রবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়- তার ঘোষণার পরই উপস্থিত মুসল্লিরা উচ্ছ্বসিত কণ্ঠে ‘তাকবির’ ধ্বনি দিচ্ছেন।

এ সময় ওই মসজিদের ইমাম জানান, গাজাবাসীর ওপর ইসরাইলের গণহত্যা সত্ত্বেও তাদের দৃঢ়তা দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হন প্যাট্রিস। এরপর বেশ কয়েকজন মুসলিমের সাথে আলোচনার পর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি।

ওই ভিডিওটি মৌলুদিয়ার এক্স একাউন্টেও শেয়ার করা হয়। ক্যাপশনে ক্লাবটি লেখে, ‘আলহামদুলিল্লাহ, আমির বাউমেল! সত্য ধর্মে আপনাকে স্বাগতম। আপনাকে এমন উত্তম দিনের সুসংবাদ দিচ্ছি, যে দিনটি আপনার উপর অতিবাহিত হচ্ছে আপনি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ট হওয়ার সময়ের মতো।’

সূত্রঃ আলজাজিরা

এম.কে
২৯ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

মালয়েশিয়ায় আটক ৪৮ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

জলবায়ুর চেয়ে অভিবাসন নিয়ে বেশি আতঙ্কিত ইউরোপীয়রাঃ গবেষণা

স্যোশাল মিডিয়ায় লোকেশন শেয়ারে জীবন গেল ইনফ্লুয়েন্সারের