গাজায় ইসরায়েলি আগ্রাসন ও চিকিৎসা কেন্দ্রগুলোর ওপর হামলার প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে, ইসরায়েলি মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর সঙ্গে সব ধরনের পেশাগত সম্পর্ক তারা ছিন্ন করছে।
আলমায়াদিন টিভির এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (১১ জুলাই) বিএমএর পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, আইএমএ যদি চিকিৎসা নিরপেক্ষতার নীতিমালা লঙ্ঘন করে এবং গাজার হাসপাতাল ও চিকিৎসা স্থাপনায় চলমান হামলার সরাসরি নিন্দা না জানায়, তাহলে এ সম্পর্ক পুনরায় স্থাপনের প্রশ্নই ওঠে না।
ব্রিটিশ-জর্ডানিয়ান চিকিৎসক ড. ফারিদ আল-কুসুস বলেন, “আমাদের পেশাগত দায়িত্ব হলো রোগী ও স্বাস্থ্যসেবার নিরাপত্তা রক্ষা করা। আইএমএ গাজায় হাসপাতাল ধ্বংসের বিষয়ে নীরব থেকেছে, অথচ ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হলে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ ধরনের দ্বৈতনীতি মেনে নেওয়া যায় না।”
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হওয়ার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৫৭ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন আহত হয়েছেন।
বিএমএর এই পদক্ষেপকে মানবতা ও চিকিৎসা নীতির পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
সূত্রঃ আলমায়াদিন টিভি
এম.কে
১৩ জুলাই ২০২৫