2.7 C
London
January 1, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

‘গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির আগে ইসরায়েলকে নিরাপত্তার আশ্বাস দিতে হবে’

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির আগে ইসরায়েলকে নিরাপত্তার আশ্বাস দিতে হবে। এতে গাজার দুর্ভোগ কিছুটা লাগব হবে মনে করেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরাকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, গাজার ফিলিস্তিনিদের দুর্দশা কমানোর চেষ্টা করছে যুক্তরাজ্য।

মানবিক পরিস্থিতি নিয়ে তার দেশ ইসরায়েলকে অবগত করেছে বলেও সতর্ক করেছেন তিনি। এর ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, যুদ্ধবিরতির সময় শেষ। ত্রিমুখী স্থল অভিযান চালাতে প্রস্তুত নেতানিয়াহুর সরকার।

এদিকে গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের খণ্ডযুদ্ধ প্রস্তুতি চলছে। ফিলিস্তিনের গাজায় সোমবার বোমাবর্ষণের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। একই সঙ্গে দেশটির সেনারা গাজায় সীমিত স্থল অভিযান পরিচালনার সময় হামাস যোদ্ধাদের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েছিল।

গাজা কর্তৃপক্ষ বলছে, দুই সপ্তাহ ধরে ইসরায়েলি বোমা বর্ষণে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলায় এই সংঘাতের সূত্রপাত। হামাসের হামলায় ১ হাজার ৪০০ নিহত ও দুই শতাধিককে জিম্মি করা হয়েছে।

এম.কে
২৮ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোঃ দ্য টাইমস

যুক্তরাজ্যে বাজেট আগাম আপলোড বিতর্কে চেয়ারম্যান রিচার্ড হিউজের পদত্যাগ

বছরে ৬০ হাজার কর্মী নেবে জার্মানি