5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

গাজায় ৫০০ স্বাস্থ্যকর্মী হত্যা করেছে ইসরায়েল: ব্রিটিশ সংস্থার অভিযোগ

ইসরায়েলের বিরুদ্ধে গাজার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আক্রমণ চালিয়ে ৫০০ কর্মীকে হত্যার অভিযোগ তুলেছে ব্রিটিশ দাতব্য সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টাইনিয়ানস। গত বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৭ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে প্রায় ৫০০ জনেই স্বাস্থ্যকর্মী। যা গড়ে দিনে দুইজন স্বাস্থ্যকর্মী হত্যার সমান।

মেডিকেল এইড ফর প্যালেস্টাইনিয়ানস বিবৃতিতে জানিয়েছে, ‘গাজায় ইসরায়েলের সামরিক হামলা শুরু হওয়ার পর থেকে ২৫ জুন পর্যন্ত ৫০০ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে। এটি প্রতিদিন গড়ে দুইজন স্বাস্থ্যকর্মী নিহত হওয়ার সমান। প্রতি ৪০ স্বাস্থ্যকর্মীর মধ্যে একজন অর্থাৎ গাজার স্বাস্থ্যসেবা কর্মীর আড়াই শতাংশই ইসরায়েলের হামলায় নিহত হয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘অক্টোবর থেকে গাজায় যত স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে, তা ২০২১ এবং ২০২২ সালে বিশ্বব্যাপী সমস্ত সংঘাতে নিহত হওয়ার চেয়েও বেশি।’

এদিকে ইসরায়েল গাজার হাসপাতালগুলোতে পরিকল্পিত আক্রমণ চালিয়ে স্বাস্থ্যকর্মীদের হত্যা করছে বলে অভিযোগ তুলেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘যুদ্ধের আইন লঙ্ঘন করে হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা কেন্দ্রে পরিকল্পিত আক্রমণের মাধ্যমে এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে।’

প্রসঙ্গত, গত অক্টোবরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ‘বিনা কারণে ঘটেনি’ বলে মন্তব্য করেন। একইসাথে ৫৬ বছরের শ্বাসরুদ্ধকর দখলদারিত্ব চালানোর অভিযোগ তোলেন ইসরায়েলের প্রতি। এরপর থেকেই সংস্থাটির সঙ্গে দ্বন্দ্ব বাড়ছে ইসরায়েলের। ইতোমধ্যে মহাসচিবকে ক্ষমতাচ্যুত করার দাবিও জানিয়েছে দেশটি।

সূত্রঃ রয়টার্স

এম.কে
০১ জুলাই ২০২৪

আরো পড়ুন

ফুসফুস ক্যানসারের মৃত্যু ঝুঁকি অর্ধেক কমানোর ঔষধ আবিষ্কার

গ্রেপ্তার এড়াতে অভিবাসীদের সাগরে ফেলে দিচ্ছেন পাচারকারীরা

পূর্ব লন্ডনে চীনের ‘দূতাবাস’ নিয়ে প্রতিবাদের আশঙ্কাঃ মেট্রোপলিটন পুলিশ