15.4 C
London
September 17, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

গাজা যুদ্ধ ইস্যুতে ইউরোভিশন বয়কটের পথে স্পেন

স্পেনের সংস্কৃতিমন্ত্রী আর্নেস্ট উরতাসুন ঘোষণা দিয়েছেন, ইসরাইলকে বাদ না দিলে তার দেশ ২০২৬ সালের ইউরোভিশন গানে প্রতিযোগিতায় অংশ নেবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থান স্পষ্ট করেন।
উরতাসুন বলেন, আন্তর্জাতিক কোনো ইভেন্টে ইসরাইলের অংশগ্রহণকে তারা স্বাভাবিকভাবে নিতে পারবেন না। তার মতে, ইউরোভিশন কেবল একক শিল্পীর অংশগ্রহণ নয়; এটি একটি দেশের সাংস্কৃতিক প্রতিনিধিত্ব বহন করে। তাই গণহত্যার অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু সরকারের সঙ্গে একই মঞ্চে দাঁড়ানো স্পেনের জন্য গ্রহণযোগ্য নয়।

মন্ত্রী আরও স্মরণ করিয়ে দেন, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় সম্প্রচার ইউনিয়নকে (ইবিইউ) ইতোমধ্যেই আহ্বান জানিয়েছেন যাতে ইসরাইলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। তিনি স্পষ্ট ভাষায় নেতানিয়াহুর সরকারকে ‘গণহত্যাকারী’ বলে অভিহিত করেন এবং বলেন, গাজায় হত্যাযজ্ঞের নিন্দা করা কোনোভাবেই ইহুদি-বিরোধিতা নয়।

তবে উরতাসুন পরিষ্কার করে জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আরটিভিই। প্রতিষ্ঠানটি গত ইউরোভিশনের পর থেকেই ইসরাইলের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।

শুধু স্পেন নয়, স্লোভেনিয়ার জাতীয় সম্প্রচারক আরটিভিএসএলও-ও ইঙ্গিত দিয়েছে যে, ইসরাইলকে প্রতিযোগিতায় রাখলে তারা ইউরোভিশন থেকে সরে দাঁড়াতে পারে। ফলে ২০২৬ সালের আসরকে ঘিরে ইসরাইলকে নিয়ে বিতর্ক ইউরোপজুড়ে নতুন মাত্রা পেয়েছে।

সূত্রঃ স্প্যানিশ রেডিও

এম.কে
১৭ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

অপ্রাপ্তবয়স্ক শিশু অভিবাসীদের জন্য অভিভাবক খুঁজছে ইটালি

বায়ুদূষণে কমছে মানবদেহে এন্টিবায়োটিকের কার্যকারিতা

তারাবির নামাজ সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করল সৌদি