10.8 C
London
October 25, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে টরি এমপি গ্রেফতার

গাড়ি চালানোর সময় একটি ল্যাম্পপোস্টের সাথে গাড়ির সংঘর্ষের পর ওইসময় স্থিতিশীল অবস্থায় ছিলেন না সন্দেহে একজন টরি এমপিকে গ্রেফতার করা হয়েছে৷

 

ওয়েলসের ব্রিজেন্ডের এমপি জেমি ওয়ালিস বলেছেন, ২৮ নভেম্বর সংঘর্ষের পর তিনি পুলিশকে অনুসন্ধানে সহায়তা করেছেন তিনি।

 

সাউথ ওয়েলস পুলিশের একজন মুখপাত্র বলেছেন, কাউব্রিজের লানব্লেথিয়ানের চার্চ রোডে রাত ১টা ১০ মিনিটের দিকে ঘটা এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

তিনি বলেন: ‘কাউব্রিজের একজন ৩৭ বছর বয়সী ব্যক্তিকে অস্থিতিশীল অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল। গাড়িটি গভীর রাতে ল্যাম্পপোস্টে আঘাত করে। তবে তদন্তের অধীনে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

 

মি: ওয়ালিসের একজন মুখপাত্র বলেন: ’জেমি একটি দুর্ঘটনায় জড়িত ছিলেন এবং পুলিশকে অনুসন্ধানে সহায়তা করছেন তিনি।
তবে এ বিষয়ে তিনি আর মন্তব্য করবেন না।’

 

উল্লেখ্য, টরি এমপি ওয়ালিস এই সপ্তাহের শুরুতে কোভিড পজিটিভ সনাক্ত হয়েছেন বলে জানা যায়।

 

২০ ডিসেম্বর ২০২১
এনএইচ

 

 

আরো পড়ুন

ইংল্যান্ড-ওয়েলসে স্বল্পমেয়াদি কারাদণ্ড বাতিলের পথে লেবার সরকার

স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আকর্ষণীয় হয়ে উঠেছে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক

জলবায়ু সম্মেলনে যুক্তরাজ্য সরকারের বহর নিয়ে নতুন সমালোচনা