TV3 BANGLA
আন্তর্জাতিকফিচারশীর্ষ খবর

গিজার পিরামিডের নিচে নতুন সুড়ঙ্গ, নতুন রহস্য!

মিশরে সাড়ে চার হাজার বছর আগের একটি পিরামিডের মধ্যে গোপন করিডোরের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। এটির দৈর্ঘ্য নয় মিটার বা ৩০ ফুট।
‘গ্রেট পিরামিড অব গিজা’র প্রধান প্রবেশ পথের কাছেই করিডোরটির সন্ধান মেলে বলে জানিয়েছেন মিশরীয় পুরাকীর্তি কর্মকর্তারা।
পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্তর্ভুক্ত এই পিরামিডে ২০১৫ সাল থেকে স্ক্যানিং প্রজেক্ট চলছে। ইনফ্রারেড থার্মোগ্রাফি, থ্রিডি সিমুলেশন ও এন্ডোস্কোপি ব্যবহার করে হাজার হাজার বছর আগের এসব কাঠামোগুলোর মধ্যে কি রয়েছে তা বের করার চেষ্টা চলছে। এমন পদক্ষেপেই বেরিয়ে এল গোপন করিডোরের খবর।
গ্রেট পিরামিডটি ২৫৬০ খ্রিস্টপূর্বাব্দে ফারাও খুফু বা চেওপসের রাজত্বকালে একটি স্মারক সমাধি হিসেবে নির্মিত হয়েছিল। এটির দৈর্ঘ্য ১৪৬ মিটার বা ৪৭৯ ফুট। ১৮৮৯ সালে প্যারিসে আইফেল টাওয়ার নির্মাণের আগে এই পিরামিডটি ছিল মানুষের তৈরি সর্বোচ্চ স্থাপনা।
মিশরের সুপ্রিম কাউন্সিল অব পুরাকীর্তির প্রধান মোস্তফা ওয়াজিরি বলেছেন, অসমাপ্ত করিডোরটি সম্ভবত মূল প্রবেশদ্বারের চারপাশে বা এখনো অনাবিষ্কৃত চেম্বার অথবা স্থানটির চারপাশে পিরামিডের ওজন পুনরায় বিতরণ করার জন্য তৈরি করা হয়েছিল।
তিনি বলেন, আমাদের স্ক্যানিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর নিচে বা করিডোরের শেষে কী আছে, তা দেখার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এম.কে
০৪ মার্চ ২০২৩

আরো পড়ুন

প্রশ্নবাণে জর্জরিত ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক

কাঠমান্ডু থেকে হেলিকপ্টারে কোথায় যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা

এবার ৯৮ লাখ টাকা বাড়তি পাবেন নোবেল জয়ীরা

নিউজ ডেস্ক