5.6 C
London
December 27, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

গোটা দেশের বিদ্যুতের চাহিদা মিটবে এক নিমিষে, বিশ্বকে তাক লাগানো পরিকল্পনা

বিদ্যুৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল চিন। তারা এবার প্রতিটি বাড়িকেই করে তুলছে সোলার প্যানেল। প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে বড় শহর সবেতেই তারা এই ধারা বজায় রাখার চেষ্টা করছে। চিনের গবেষকরা মনে করছেন দেশের প্রতিটি বাড়ির বাইরের দেওয়াল যদি সোলার প্যানেল দিয়ে তৈরি করা যায় তাহলে সেখান থেকে যে বিদ্যুৎ তৈরি হবে তা থেকে তাদের বিদ্যুতের চাহিদা মিটে যাবে।

ফলে আলাদা করে বিদ্যুতের কোনও প্রয়োজন হবে না। ইতিমধ্যেই এবিষয়ে কাজ করতে শুরু করেছে চিন। বিশেষত গ্রামের দিকে তারা এই ব্যবস্থা বেশি করে কার্যকরী করার চেষ্টা করছে। এই বাড়িগুলিকে দেখলে মনে হবে যেন কাঁচের তৈরি বাড়ি। তবে এই কাঁচ অনেক বেশি শক্ত হবে। এখান থেকে যে বিদ্যুৎ তৈরি হবে তা দিয়ে তারা নিজেদের কাজ চালিয়ে নিতে পারবে।

পাশাপাশি শহরে যেসব উচুতলার বাড়ি তৈরি হয়েছে সেখানেও এই ব্যবস্থা করে ভাল ফল হবে। এই সোলার প্যানেলগুলি যেভাবে তৈরি করা হয়েছে তা অন্যদের থেকে অনেকটাই আলাদা। বর্ষার সময় যাতে কম আলোতেও বিদ্যুৎ তৈরি করা যায় সেদিকেও নজর রাখবে এই সোলার প্যানেলগুলি। এই সোলার প্যানেলগুলি তৈরি করতে খুব একটা বেশি খরচ হবে না। ফলে সাধারণ মানুষ অতি সহজেই এই সোলার প্যানেলগুলি কিনে নিজেদের কাজে ব্যবহার করতে পারবেন। ফলে এই বিকল্প বিদ্যুতের রাস্তা দিয়ে তারা অন্য যেকোনও দেশকে পিছনে ফেলে দিতে পারবেন বলেই মনে করছেন চিনা গবেষকরা।

তাদের মতে, বিশ্বের বাজারে এমন সোলার প্যানেল বহু দেশেই রয়েছে। তবে তাদের তৈরি করা সোলার প্যানেলগুলি যেকোনও পরিস্থিতিতে বিদ্যুৎ তৈরি করতে পারবে। আর যদি সূর্যের আলো ভাল থাকে তাহলে তো কথাই নেই। বাড়তি বিদ্যুৎ সকলে নিজেদের ঘরেই সঞ্চয় করে রাখতে পারবেন। এরফলে সবুজকে যেমন সহজভাবে বাঁচানো যাবে তেমনি সহজেই মিটবে বিদ্যুতের চাহিদা।

সূত্রঃ ই এফ চায়না

এম.কে
২৬ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

মরদেহ গোসল করানোর কাজে কর্মী নিচ্ছে কুয়েত

ভারতের জন্য নতুন মাথাব্যাথার নাম মালদ্বীপ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে জোট বাঁধছে স্পেন ও আয়ারল্যান্ড, প্রস্তুত নরওয়েও