যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য ও ইউরোপকে ভীতিকর সতর্কবার্তা দিয়েছেন, গ্রিনল্যান্ড কেনার তার পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার প্রেক্ষাপটে। ট্রাম্পের ভাষণ ও হুমকি এমন সময় এসেছে যখন তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তিনি দেশগুলির প্রতি “অশোভন আচরণ” করছেন।
ট্রাম্প বর্তমানে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিচ্ছেন। সেখানে তিনি একটি রুষ্ট ভাষণ দিয়েছেন, মূলত গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবের বিরোধীদের উদ্দেশ্যে। বিশেষভাবে ডেনমার্ককে তিনি তীব্র সমালোচনা করেছেন। ঠিক এই ভাষণের পরই যুক্তরাজ্য ও ইউরোপকে তিনি সতর্ক করে বলেছেন যে, “অভিবাসন ও শক্তি নিয়ে যদি তারা পরিবর্তন না করে, তাদের জন্য খারাপ কিছু ঘটতে পারে।”
এই সতর্কবার্তা ট্রাম্পের ক্রমবর্ধমান শত্রুতাপূর্ণ মন্তব্যের ধারাবাহিকতার অংশ। তিনি ইতোমধ্যে ব্রিটিশ ও ইইউর রপ্তানি পণ্যের উপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এছাড়া, তিনি চাগোস দ্বীপপুঞ্জের চুক্তিকে “পূর্ণ দুর্বলতার কাজ” হিসেবে আখ্যায়িত করে যুক্তরাজ্যের সরকারের সমালোচনা করেছেন।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই ভাষণ কেবল সরাসরি হুমকি নয়, বরং যুক্তরাজ্য ও ইউরোপের নীতিমালা ও কূটনৈতিক অবস্থানের ওপর চাপ সৃষ্টি করার একটি কৌশল। দাভোসের এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা আরও বাড়াতে পারে।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এম.কে

