4.7 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

গ্রীষ্মের ছুটিতে হোটেল বুকিং নয়: ব্রিটিশ ভ্যাকসিন মন্ত্রী

মঙ্গলবার (২৬ জানুয়ারি) যুক্তরাজ্যের ভ্যাকসিন মন্ত্রী নাদিম জাহাওয়ি পরামর্শ দিয়েছেন, সীমান্ত নিয়ন্ত্রণের নতুন নিয়ম আসলেও বিদেশে গ্রীষ্মের ছুটির জন্য এখনই হোটেল বুকিং না দিতে।

 

ব্রিটিশদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের সাড়ে ছয় মিলিয়নেরও বেশি লোক করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে। কিন্তু আরো অনেক দীর্ঘ পথ যেতে হবে আমাদের। তাই আমাদের সবাইকেই এখন ধৈর্য ধারণ করতে হবে।

 

তিনি বলেন, আমরা অসাধারণ ভাবে আগাচ্ছি। আমাদের সশস্ত্র বাহিনী, বেসরকারি খাত, এবং স্বেচ্ছাসেবীরা সবাই একত্রে মহামারির বিরুধে যুদ্ধ করে যাচ্ছে। কিন্তু তার পরেও এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে হাজারো লোক হাসপাতালে রয়েছেন। তাই এখনই গ্রীষ্মের ছুটি সম্পর্কে ধারণা করা আমাদের পক্ষে খুব তাড়াতাড়ি হয়ে যাবে।

 

এই গ্রীষ্মে বিদেশে ভ্রমণ করা যাবে কিনা তা জানা চাইলে তিনি বলেন, এখনি কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

তিনি টাইমস রেডিওকে বলেন, আমরা নিশ্চিত করতে চাই ধীরে ধীরে দেশের অর্থনীতিটি পুনরায় চালু হচ্ছে। এটি এখন আমাদের মূল উদ্দেশ্য।

 

প্রধানমন্ত্রী বরিস জনসন সিনিয়র মন্ত্রীদের সাথে বিদেশ থেকে আগত ভ্রমণকারীদের কোয়ারেনটাইনে থাকার জন্য মনোনীত হোটেলগুলো নিয়ে আলোচনা করবেন।

 

সূত্র: ইউরো নিউজ
২৬ জানুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে আটকে গেল স্কটল্যান্ডের স্বাধীনতা গণভোট

অনলাইন ডেস্ক

কারফিউ শিথিল, সীমিত বাসা-বাড়িতে ইন্টারনেট চালু

First Homes scheme 🏠 বিলেতে বাড়ি কেনাবেচা