TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গ্রেটার ম্যানচেস্টারে খালে নারীর মৃতদেহ উদ্ধার, পুলিশ তদন্তে

গ্রেটার ম্যানচেস্টারের অলট্রিঞ্চামে ব্রিজওয়াটার খালের কাছে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে (১০ ডিসেম্বর) জরুরি সেবা দলকে প্ল্যান্টিন রোড এবং আটলান্টিক স্ট্রিট এলাকায় অবস্থান করতে দেখা যায়।

ওল্ডফিল্ড রোডের খালপথের একটি অংশ পুলিশ ঘিরে রেখেছে। বিশেষায়িত পুলিশ দল পুরো এলাকায় অনুসন্ধান চালাচ্ছে। এই অংশের বন্ধ ঘোষণা করা হয়েছে জনসাধারণের নিরাপত্তা ও তদন্তের জন্য।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ নিশ্চিত করেছে যে উদ্ধারকৃত মৃতদেহ একজন নারীর। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, “সকাল ৮টা ৩০ মিনিটের কিছু আগে আটলান্টিক স্ট্রিটে পানিতে একটি মৃতদেহ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জরুরি সেবা দল এসে মৃতদেহ উদ্ধার করে। আমরা এখন নারীর পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি যাতে পরিবারকে জানানো এবং সমর্থন প্রদান করা যায়। একই সঙ্গে মৃত্যুর কারণ ও পরিস্থিতি অনুসন্ধান করা হচ্ছে।”

পুলিশ এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত তথ্য সংগ্রহ করছে এবং স্থানীয় জনগণকে ধৈর্য ধরতে অনুরোধ করেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো সন্দেহভাজন বা অপরাধমূলক আচরণের প্রমাণ পাওয়া যায়নি, তবে তদন্ত এখনও চলমান।

সূত্রঃ ম্যানচেস্টার ইভিনিং নিউজ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে পিজ্জা হাটের ৬৮ শাখা বন্ধ, চাকরি হারাচ্ছেন ১,২০০-এর বেশি কর্মী

ধার করে সংসার চালাচ্ছে ব্রিটেনের লাখ লাখ মানুষ

লন্ডনসহ পার্শ্ববর্তী এলাকায় দ্রুত ছড়াচ্ছে করোনার চেয়েও শক্তিশালী নতুন ভাইরাস

অনলাইন ডেস্ক