একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে আটক করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করেছে বনানী থানা পুলিশ।
আটকের পর শাহরিয়ার কবিরকে রাজধানীর ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে’র অভিযোগ যে ক’জনের নামে আনা হয়েছে তাদের মধ্যে শাহরিয়ার কবিরের নাম রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় করা এ সংক্রান্ত আবেদনে পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাজনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক মন্ত্রী, পুলিশ, সাংবাদিক, আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠকদের নাম রয়েছে।
তাছাড়া সোমবার রাতে সাবেক রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর একটি দল তাকে গ্রেফতার করে।
ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এম.কে
১৭ সেপ্টেম্বর ২০২৪