TV3 BANGLA
আন্তর্জাতিক

চরমপন্থার সমালোচনায় ট্রাম্পের নাতনি, রাজনীতি থেকে দূরে থাকার ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাতনি কাই ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি কখনো রাজনীতিতে যাবেন না। তার মতে, রাজনীতি একটি অত্যন্ত বিপজ্জনক ক্ষেত্র এবং এতে জড়ানোর কোনো ইচ্ছা তার নেই। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।

 

১৮ বছর বয়সী কাই ট্রাম্প বলেন, তিনি রাজনৈতিকভাবে নিজেকে “মাঝামাঝি অবস্থানে” মনে করেন এবং বামপন্থী ও ডানপন্থী—উভয় দিকের চরমপন্থার সমালোচনা করেন। তার ভাষায়, দুই পক্ষ যদি মাঝামাঝি এসে একমত হতে পারত, তাহলে সমাজ অনেক বেশি স্থিতিশীল ও সুখী হতো।

কিন্তু বাস্তবে অনেক মানুষ অতিরিক্ত চরম হয়ে যাচ্ছে।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে ডোনাল্ড ট্রাম্প দুটি হত্যাচেষ্টার লক্ষ্যবস্তু হয়েছিলেন। একটি নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এসব ঘটনার প্রসঙ্গ টেনে কাই ট্রাম্প বলেন, রাজনীতির ঝুঁকি ও সহিংসতার দিকটি তাকে আরও বেশি সতর্ক করেছে।

সাক্ষাৎকারে সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সম্পর্কে জানতে চাওয়া হলে কাই ট্রাম্প বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান, তিনি সচেতনভাবেই রাজনীতি থেকে দূরে থাকেন এবং রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না। তার মতে, রাজনীতিতে জড়ানো মানেই অপ্রয়োজনীয় দ্বন্দ্ব ও ঝুঁকি ডেকে আনা।

টিকটকে বড় অনুসারী থাকা একজন উদীয়মান গলফার হিসেবে পরিচিত কাই ট্রাম্প মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যম রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করে তুলছে। তিনি বলেন, সামাজিক মাধ্যম মানুষের ফিডকে একদিকে ঠেলে দেয়—হয় পুরোপুরি বাম, নয়তো পুরোপুরি ডান। এতে করে যারা মাঝামাঝি অবস্থানে থাকে, তাদের কণ্ঠ চাপা পড়ে যায়।

তার মতে, এই একমুখী কনটেন্ট অনেক মানুষকে মানসিকভাবে অস্থির করে তুলছে এবং অনেকে অতিরিক্তভাবে এসব ধারণায় বিশ্বাস করে ফেলছে। তিনি আবারও জোর দিয়ে বলেন, তিনি নিজেকে চরম কোনো মতাদর্শের সঙ্গে যুক্ত মনে করেন না।

কাই ট্রাম্প আরও জানান, তার দাদা ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিসের মধ্যে ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তারা কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং নির্বাচন শেষ হওয়ার পর বিষয়টি সেখানেই শেষ হওয়া উচিত।

উল্লেখ্য, কাই ট্রাম্পের বাবা ডোনাল্ড ট্রাম্প জুনিয়র একজন প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ভবিষ্যতে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন—এমন জল্পনা থাকলেও কাই ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, পারিবারিক পরিচয় থাকা সত্ত্বেও তিনি রাজনীতির পথ বেছে নিতে চান না।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

কেউ আল জাজিরা দেখলে তাকে পুলিশে ধরিয়ে দিনঃ ইসরায়েলি মন্ত্রী

ফ্রান্সের অভিবাসী আশ্রয়কেন্দ্রে তহবিল সহায়তা করবে যুক্তরাজ্য

গাজা প্রশ্নে ব্রিটিশ মুসলিমদের ঈদ পার্টি বয়কট