12.1 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

চাকরি হারাতে পারেন রাজসিংহাসনের শতাধিক কর্মী

রাজা তৃতীয় চার্লস সিংহাসনে বসার পর চাকরি হারাতে পারেন শতাধিক কর্মী। চার্লস যুবরাজ থাকাকালীন তার বাসভবনে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন তারা।

 

যুক্তরাজ্যের পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস ইউনিয়ন একটি বিবৃতিতে বলেছে, ক্লারেন্স হাউসের শতাধিক রাজকর্মীকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা তাদের চাকরি হারাতে পারেন। এদের কয়েকজন কয়েক দশক ধরে সেখানে কাজ করেছিলেন।

 

যুক্তরাজ্যের একটি নেতৃস্থানীয় শ্রমিক ইউনিয়ন এ পদক্ষেপকে ‘হৃদয়হীন’ বলে উল্লেখ করেছে।

 

কয়েক দশক ধরে চার্লস যুবরাজ হিসেবে ক্লারেন্স হাউসে বসবাস করেছেন। সেখানে সহধর্মিণী ক্যামিলাকে নিয়ে তিনি বসবাস করতেন এবং অফিস সামলাতেন। কিন্তু রাজা হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি এখন ক্লারেন্স হাউস ছেড়ে বাকিংহাম প্যালেসে উঠবেন। ফলে কর্মহীন হয়ে পড়বেন ক্লারেন্স হাউসের কর্মীরা।

 

গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হিসেবে দায়িত্ব পান তৃতীয় চার্লস।

 

১৫ সেপ্টেম্বর ২০২২
সূত্র: দ্য গার্ডিয়ান

আরো পড়ুন

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস

লিডসে ব্রিজ ধস

নিউজ ডেস্ক

জীবনযাত্রার সংকটে ব্রিটিশরা: ৫০ বছরে বেনিফিটের মান সর্বনিম্ন