11 C
London
April 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

চাকরি হারাতে পারেন রাজসিংহাসনের শতাধিক কর্মী

রাজা তৃতীয় চার্লস সিংহাসনে বসার পর চাকরি হারাতে পারেন শতাধিক কর্মী। চার্লস যুবরাজ থাকাকালীন তার বাসভবনে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন তারা।

 

যুক্তরাজ্যের পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস ইউনিয়ন একটি বিবৃতিতে বলেছে, ক্লারেন্স হাউসের শতাধিক রাজকর্মীকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা তাদের চাকরি হারাতে পারেন। এদের কয়েকজন কয়েক দশক ধরে সেখানে কাজ করেছিলেন।

 

যুক্তরাজ্যের একটি নেতৃস্থানীয় শ্রমিক ইউনিয়ন এ পদক্ষেপকে ‘হৃদয়হীন’ বলে উল্লেখ করেছে।

 

কয়েক দশক ধরে চার্লস যুবরাজ হিসেবে ক্লারেন্স হাউসে বসবাস করেছেন। সেখানে সহধর্মিণী ক্যামিলাকে নিয়ে তিনি বসবাস করতেন এবং অফিস সামলাতেন। কিন্তু রাজা হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি এখন ক্লারেন্স হাউস ছেড়ে বাকিংহাম প্যালেসে উঠবেন। ফলে কর্মহীন হয়ে পড়বেন ক্লারেন্স হাউসের কর্মীরা।

 

গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হিসেবে দায়িত্ব পান তৃতীয় চার্লস।

 

১৫ সেপ্টেম্বর ২০২২
সূত্র: দ্য গার্ডিয়ান

আরো পড়ুন

বাংলাদেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা

২০৩৬ সালের মধ্যে যুক্তরাজ্যে ৬১ লাখ অভিবাসী

লন্ডনে রাতভর মানুষের ঢল, শ্রদ্ধা জানালেন বিশ্বনেতারা

অনলাইন ডেস্ক