17.3 C
London
April 3, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

চিন্ময় দাসের মুক্তি চেয়ে পোস্ট দেওয়ায় ছেলেকে পুলিশে দিলেন বাবা

ছবি: সংগৃহীত

ইসকনের নেতা চিন্ময় দাসের মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় অভি দাস (১৭) নামে এক কিশোরকে পুলিশে দিয়েছেন তার বাবা। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ সদর থানায় তাকে সোপর্দ করা হয়। পরে মুচলেকায় তাকে মুক্ত করা হয়।

অভি সাচনাবাজার উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের বিমল দাসের ছেলে।

মঙ্গলবার রাতে অভি দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই’ লিখে একটি পোস্ট দেয়। আরো লেখে, ‘যদি মুক্তি না দেওয়া হয় তাহলে আপনারা ভুলবেন না, সর্বপ্রথম পৃথিবীতে যুদ্ধের জন্ম দিয়েছিল আমাদের সনাতনীরা। আমরা অলটাইম প্রস্তুত আপনাদের সঙ্গে যুদ্ধ করতে। কারণ আমরা রাম সেনা, রাম, রাম।

কিশোরের পোস্টের পর মঙ্গলবার রাতেই স্থানীয় আলেমদের একটি গ্রুপ সাচনা বাজারে অভিযুক্ত অভি দাসের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও গ্রেপ্তারের দাবি জানায়। কিশোরের ফেসবুক পোস্টের এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেন তারা।

বুধবার সকালে অভিযুক্ত অভি দাসকে তার বাবা বিমল দাস জামালগঞ্জ থানায় সোপর্দ করেন। বুধবার বিকেলে উপজেলার আলেম-ওলামা, পূজা উদযাপন পরিষদের নেতাসহ হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপস্থিতিতে অভি দাস নিঃশর্ত ক্ষমা চায়।

পরে থানায় মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসাইন জানান, বিষয়টি উপজেলার আলেম-ওলামা ও হিন্দু সম্প্রদায়ের নেতারা বসে সমাধান করেছেন। মুচলেকা রেখে অভি দাসকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম.কে
২৮ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

আমির হোসেন আমু গ্রেপ্তার

জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য