2.6 C
London
January 4, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

চিন্ময় ব্রহ্মচারী শিশু নিপীড়নকারী, এজন্য বিধিনিষেধও দেওয়া হয়েছিল

গ্রেপ্তারকৃত সনাতনী মঞ্জের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারী ২০২৩ সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এজন্য ১৮ বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রটেকশন অফিস।

২০১৩ সালের ৬ অক্টোবর ইস্যু করা ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রটেকশন অফিসের চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। ওই চিঠিতে চিন্ময় দাসকে কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়।

গতকাল সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আবারও আলোচনায় আসেন বাংলাদেশ ইসকনের এই প্রভাবশারী সদস্য। বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে তার গ্রেপ্তারে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হলেও নীরব রয়েছে তার নিজের সংগঠন ইসকন।

ভক্তরা চিন্ময় দাসকে ডাকেন ‘চিন্ময় প্রভু’ নামে। কিন্তু সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের কারণে তিনিসহ আরও কয়েকজনকে গত জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়। ২০২৩ সালে দেওয়া বিধিনিষেধের সূত্র ধরেই চলতি বছর তাকে বহিস্কার করা হয়।

চট্টগ্রামের হাজারি গলির ঘটনা প্রসঙ্গে গত ৯ নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ‘ইসকন বাংলাদেশ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনের বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী এ কথা জানান।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন চারু চন্দ্র দাস।

বহিষ্কৃতদের মাধ্যমে সংঘটিত কোনো কার্যক্রম ইসকন জড়িত নয় বলে উল্লেখ করে সেদিন তিনি বলেছিলেন, রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কাজের সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই।

এদিকে মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় ব্রহ্মচারীকে আনা হলে তার ভক্তরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

আদালত জামিন নামঞ্জুর করে চিন্ময় ব্রহ্মচারীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিলে ইসকন ভক্তরা তাকে বহন করা প্রিজনভ্যানের পথরোধ করেন। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এই ঘটনায় এক আইনজীবী নিহত হন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

সূত্রঃ একুশে

এম.কে
২৮ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

মিথিলা-অপর্ণা কানাডায় রাজনৈতিক আশ্রয় নিতে যাচ্ছেন

সরকার আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চায়

মালদ্বীপ থেকে রেমিট্যান্স পাঠানোর শীর্ষে আবারও বাংলাদেশ