20.9 C
London
August 3, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

চীন-পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে চায় ইরানঃ পেজেশকিয়ান

চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে তোলা সিল্ক রোডের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে ইরানের সামনে। এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য, বাজার সম্প্রসারণ ও পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরেছেন। ইরানের মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে যাওয়ার আগে তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, “পাকিস্তানের মাধ্যমে আমরা চীন-পাকিস্তান সিল্ক রোডে সংযুক্ত হতে পারি, আর এই রোড ইরানের মাধ্যমে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে।”

তিনি জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভালো অবস্থানে রয়েছে। এবারের সফরের লক্ষ্য এই সম্পর্ককে ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।

পাকিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, দুই দেশের মধ্যে অর্থনীতি, বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প ও সীমান্ত সহযোগিতাসহ নানা ক্ষেত্রে সম্পর্ক রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে আদর্শিক বন্ধনের কথাও তুলে ধরেন তিনি।

আঞ্চলিক চ্যালেঞ্জ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তান। তিনি ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় পাকিস্তান পার্লামেন্টের অবস্থানের প্রশংসা করেন এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, বাইরের শক্তিগুলো মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। এর বিপরীতে পাকিস্তানের সঙ্গে সংহতি ও ঐক্য গড়তে প্রতিশ্রুতিবদ্ধ ইরান।

পরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানে পৌঁছান। লাহোর বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। শিশুরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) প্রধান নওয়াজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বিমানবন্দরে তাকে স্বাগত জানান। তিনজন একই গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন।

ইরানের প্রেসিডেন্টের এই সফর উপলক্ষ্যে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর পাকিস্তান ও ইরানের পতাকায় সজ্জিত করা হয়। পেজেশকিয়ানের সফরসঙ্গী হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ একাধিক মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তা রয়েছে।

পাকিস্তানে প্রেসিডেন্ট হিসেবে এটি ড. পেজেশকিয়ানের প্রথম সরকারি সফর। সফরকালে তিনি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সফর পাকিস্তান ও ইরানের ভ্রাতৃসুলভ সম্পর্ক আরও দৃঢ় করবে।

সূত্রঃ দ্য নিউজ ইন্টারন্যাশনাল

এম.কে
০৩ আগস্ট ২০২৫

আরো পড়ুন

জেফ বেজোসকে টপকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী জাকারবার্গ

দঃ আফ্রিকায় পাত্তা পাননি মোদি, রিপোর্টের পর সাইবার আক্রমণ

অ্যাপল ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা

নিউজ ডেস্ক