লন্ডন ও হার্টফোর্ডশায়ারে একটি ব্যাপক পুলিশের অভিযানে আন্তর্জাতিক মোবাইল চুরির চক্র ভেঙে দেওয়া হয়েছে। অভিযানে ২৮টি স্থানে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করা হয়েছে। এ অভিযানটি যুক্তরাজ্যের ইতিহাসে ফোন চুরির বিরুদ্ধে করা সবচেয়ে বড় তদন্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
পুলিশের ধারণা, এই চক্রটি গত বছর লন্ডন থেকে চুরি হওয়া প্রায় ৪০,০০০টি মোবাইল ফোন চীনে পাচার করেছিল। উদ্ধার হওয়া ফোনের মধ্যে ২,০০০টিরও বেশি ফোন অন্তর্ভুক্ত রয়েছে। মেট্রোপলিটন পুলিশ বলছে, লন্ডনেই যুক্তরাজ্যের মোট চুরি হওয়া ফোনের প্রায় অর্ধেক এই চক্রের মাধ্যমে পাচার করা হতো।
তদন্ত শুরু হয়েছিল গত বছরের বড়দিনের আগে, যখন একজন ভুক্তভোগী তার চুরি হওয়া আইফোন ইলেকট্রনিকভাবে ট্র্যাক করেন। ডিটেকটিভ ইনস্পেক্টর মার্ক গ্যাভিন জানান, “বড়দিনের আগের দিন এক ব্যক্তি হিথ্রো বিমানবন্দরের কাছে একটি গুদামে পৌঁছান। সেখানে একটি বাক্সে তার ফোনসহ আরও ৮৯৪টি ফোন রাখা ছিল।”
পুলিশ জানিয়েছে, চক্রটি অত্যন্ত সংগঠিত এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করত। অভিযুক্তরা সাধারণত লন্ডনের রাস্তা থেকে ফোন চুরি করতেন এবং প্রতিটি ফোনের জন্য ৩০০ পাউন্ড পর্যন্ত উপার্জন করতেন। এই চক্রের ছায়া আরও বিস্তৃত হতে পারে, কারণ তদন্ত এখনও চলমান।
BBC নিউজকে পুলিশ তথ্য প্রদান করেছে, যেখানে অভিযুক্তদের পরিচয়, তাদের কৌশল, এবং লন্ডন ও হার্টফোর্ডশায়ারের অভিযান দৃশ্যসমূহ তুলে ধরা হয়েছে। এই তদন্ত ভবিষ্যতে আন্তর্জাতিক মোবাইল চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্রঃ বিবিসি
এম.কে
০৭ অক্টোবর ২০২৫