চোখে দেখতে পাচ্ছেন না ব্রিটিশ গায়ক এলটন জন। সংক্রমণজনিত কারণে জনের একটি চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে, তাছাড়া অন্যটিও ঝাপসা। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা: মিউজিক্যাল’–এর প্রিমিয়ারের পর নিজের অসুস্থতার বিষয়ে কথা বললেন বিখ্যাত এই তারকা। এসময় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ৭৭ বছর বয়সী জন।প্রিয় শ্রোতাদের সঙ্গে শেয়ার করেন নিজের জীবনের তিক্ত এই অভিজ্ঞতার কথা।
আবেগাপ্লুত হয়ে জন বলেন, ‘আপনারা অনেকেই হয়তো জানেন, বেশ কিছুদিন ধরে আমার চোখে কিছু সমস্যা হয়েছে এবং তার জন্য আমি আমার দৃষ্টিশক্তি হারিয়েছি। হয়তো আমি আমার নিজের পরিবেশনা দেখতে পারিনি, কিন্তু শুনে উপভোগ করেছি। জীবনের এই কঠিন সময়ে আমার পাশে সব সময় ছিলেন সঙ্গী ডেভিড ফার্নিশ ও পরিবার। তারা সব সময় মানসিকভাবে সাহায্য করেছেন এবং আমার দেখাশোনা করছেন। একটি গুরুতর সংক্রমণের কারণে আমার চোখের দৃষ্টি এখন একেবারেই শেষ হয়ে গেছে। আমি কিছুই পড়তে পারছি না, কিছুই দেখতে পাচ্ছি না।’
জানা যায়, দৃষ্টিশক্তি ফেরানো যায় কিনা এই আশায় চিকিৎসা চলছে জনপ্রিয় এই গায়কের। আগের মতো অবস্থায় ফিরতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন। অবশ্য দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার ব্যাপারে খুব আশাবাদী জন। ভক্তরা প্রিয় শিল্পীর মনোবলের ব্যাপক প্রশংসা করেছেন। দৃষ্টিশক্তি হারানোর পরও জন যেভাবে নিজের শিল্প সত্তাকে বাঁচিয়ে রেখেছেন, সেটি দেখে অভিভূত শ্রোতারা। জনের ক্যারিয়ার তুঙ্গে উঠেছিল ভালোবাসার সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে লেখা ‘স্যাক্রিফাইস’ গানটি দিয়ে্
এক দশক আগে জীবনসঙ্গিনী ডেভিড ফার্নিশকে বিয়ে করেন এলটন জন। বিখ্যাত প্রিন্সেস ডায়ানারও খুব ভালো বন্ধু ছিলেন তিনি। এমনকি বন্ধু ডায়ানার কঠিন সময়েও একে অন্যের পাশে ছিলেন। ডায়ানার শেষকৃত্যের সময় জনের ‘ক্যান্ডেল ইন দ্য উইন্ড’ গানটি নাড়া দিয়েছিল ব্রিটেনসহ পুরো বিশ্বের ডায়ানা-জন ভক্তদের। গানটি এখনো গেঁথে আছে কোটি কোটি মানুষের হৃদয়ে। এছাড়াও ‘নিকিতা’, ‘ব্লু আইস’, ‘আই এম স্টিল স্ট্যান্ডিং’, ‘রকেট ম্যান’, ‘কোল্ড হার্ট’, ‘গুডবাই ইয়েলো ব্রিক রোড’, ‘মেরি ক্রিসমাস’সহ অসংখ্য জনপ্রিয় গান এলটনকে নিয়ে গিয়েছিল অনন্য উচ্চতায়।
ছবিঃ রয়টার্স
এম.কে
০৪ ডিসেম্বর ২০২৪