TV3 BANGLA
আন্তর্জাতিক

চ্যাটজিপিটির স্রষ্টার পরবর্তী স্বপ্ন—অস্ত্রোপচার ছাড়াই মানুষের চিন্তা পড়বে মেশিন

মানুষের চিন্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করতে চাচ্ছেন চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। এ লক্ষ্য পূরণে তিনি সম্প্রতি বিনিয়োগ করেছেন ‘মার্জ ল্যাবস’ নামের একটি স্টার্টআপে, যা অস্ত্রোপচার ছাড়াই মানুষের মস্তিষ্কের স্নায়ু সংকেত পড়তে সক্ষম ব্রেন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তি উন্নয়নের কাজ করছে। ধারণা করা হচ্ছে, এই প্রযুক্তি শব্দতরঙ্গ ও চৌম্বকক্ষেত্রের মাধ্যমে মস্তিষ্কের সংকেত বিশ্লেষণ করে মানুষের মনের কথা বুঝতে পারবে।

ইলন মাস্কের ‘নিউরালিংক’ প্রকল্পে যেখানে মস্তিষ্কে চিপ স্থাপনের প্রয়োজন হয়, সেখানে মার্জ ল্যাবসের লক্ষ্য একেবারেই ভিন্ন। তারা কোনো অস্ত্রোপচার ছাড়াই সেই একই ফলাফল অর্জন করতে চায়। এজন্য অল্টম্যান শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের নিয়ে একটি বিশেষজ্ঞ দল গঠন করছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) বায়োমলিকুলার প্রকৌশলী মিখাইল শাপিরোকে দলে যুক্ত করার প্রক্রিয়া চলছে, যিনি আলট্রাসাউন্ডের মাধ্যমে নিউরন শনাক্ত ও নিয়ন্ত্রণের উদ্ভাবনী গবেষণার জন্য সুপরিচিত।

শাপিরো ‘মার্জ ল্যাবস’-এ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্ত হবেন এবং বিনিয়োগ আলোচনায় নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে এমন পদ্ধতি নিয়ে গবেষণা করছেন, যেখানে জিনভিত্তিক উপায়ে স্নায়ুকোষকে শব্দতরঙ্গের প্রতি আরও সংবেদনশীল করা যায়। এর ফলে ভবিষ্যতে মানবদেহের কোষই হয়ে উঠতে পারে তারহীন যোগাযোগমাধ্যম—যা মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে।

মার্জ ল্যাবস বর্তমানে প্রায় ২৫ কোটি ডলার তহবিল সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। সহপ্রতিষ্ঠাতা হিসেবে স্যাম অল্টম্যানের নাম থাকলেও তিনি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমে সরাসরি যুক্ত থাকবেন না। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, মানব মস্তিষ্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার ক্ষেত্রে এটি এখন পর্যন্ত অন্যতম উচ্চাভিলাষী উদ্যোগ। প্রযুক্তিটি সফলভাবে বাণিজ্যিক রূপ পেলে ভবিষ্যতে হয়তো শুধু মনে মনে ভাবলেই, এআই সহকারী তা বুঝে উত্তর দিতে সক্ষম হবে—যেখানে কথার প্রয়োজনই পড়বে না।

সূত্রঃ ইন্ডিয়া টুডে

এম.কে

আরো পড়ুন

কেনিয়ায় মানুষের মল দিয়ে তৈরি হচ্ছে জ্বালানি

পঞ্চম বিয়ে করা হলো না মিডিয়া মোগল রুপার্ট মারডকের

মওদুদীর বই নিষিদ্ধ করলো আফগানিস্তান