TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

চ্যানেলে আটকেপড়া ১৩৮ অভিবাসী উদ্ধার

চ্যানেলে আটকেপড়া ১৩৮ অভিবাসীকে উদ্ধার করেছে ফ্রান্স। তারা অস্থায়ীভাবে তৈরি নৌযানে করে ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করছিল বলে জানা যায়। শুক্রবার (১৭ ডিসেম্বর) ফরাসি কর্তৃপক্ষের বরাত দিয়ে একথা জানিয়েছে এএফপি।

 

ফরাসি কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার তাদেরকে জানানো হয়েছিল যে এই চ্যানেল অতিক্রমের চেষ্টা করা কয়েকটি নৌকা আটকা পড়েছে। ফলে নৌবাহিনীর দুটি জাহাজ ও দুটি লাইফবোট অভিবাসীদের  সমুদ্র তীরে ফিরিয়ে আনে।

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ অভিবাসীদের উদ্ধারের পর তাদেরকে গ্রহণ করেছে।

চ্যানেল অতিক্রমকারী গুপ্ত অভিবাসীরা ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে বিবাদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং এ বছর তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

 

গত মাসে ২৭ অভিবাসী প্রাণ হারিয়েছে। ফ্রান্সের কালাইস বন্দরের কাছ থেকে তাদের নৌকা উদ্ধার করা হয়।  এর ফলে চ্যানেল অতিক্রমের আড়ালে মানব চোরাকারবারী নীতিমালা প্রশ্নে প্যারিস ও লন্ডন নতুন করে পাল্টাপাল্টি অভিযোগ করে।

২০২১ সালের শুরু থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রায় সাড়ে ৩১ হাজার অভিবাসী ব্রিটেনের উদ্দেশে ফ্রান্স উপকূল ত্যাগ করে। ১১ নভেম্বর এক হাজার ১৮৫ অভিবাসী ইংলিশ উপকূলে পৌঁছায়।

 

১৮ ডিসেম্বর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

বিমানের নতুন প্লেন ‘ধ্রুবতারা’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

No Human is Illegal🔺12 October

ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে ২৬টি মসজিদ