26.4 C
London
July 12, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ছেলের পরকীয়া ঠেকাতে বিমান থামালেন মা, বোমা ভয়ের নাটক ফাঁস গ্রেপ্তার ৩

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা থাকার যে গুজব ছড়ানো হয়েছিল, সেটি আদতে ছিল এক মায়ের ব্যর্থ চেষ্টা—তার ছেলে যেন প্রেমিকাকে নিয়ে বিদেশে যেতে না পারে।

শনিবার সকালে কারওয়ান বাজারে র‍্যাবের প্রধান একেএম শহিদুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার বিকেলে ফ্লাইটটি ছাড়ার ঠিক আগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে বলা হয়, বিমানে বোমা আছে।

ফোনকল পাওয়ার পরপরই বিমানটির যাত্রা স্থগিত করা হয় এবং যাত্রীদের নিরাপত্তার জন্য সবাইকে নামিয়ে এনে তিন থেকে চার ঘণ্টা ধরে বিস্তৃত তল্লাশি চালানো হয়।

বোমা সংক্রান্ত কোনো আলামত না পেয়ে নিশ্চিত হওয়া যায়, ফোনকলটি ছিল সম্পূর্ণ ভুয়া। এরপর র‍্যাব তদন্তে নামে এবং সারারাত অভিযান চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, বিমানের এক যাত্রী তার প্রেমিকাকে নিয়ে নেপাল যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে তার মা ও স্ত্রী মিলিতভাবে ছেলের বিদেশযাত্রা ঠেকাতে চেষ্টা চালান। সফল না হয়ে তারা এক বন্ধুর পরামর্শে ভুয়া বোমার ভয় দেখিয়ে বিমান থামানোর পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী, ছেলের মা নিজেই ফোন করে বিমানবন্দরে বোমা থাকার মিথ্যা তথ্য দেন। তবে এত কিছুর পরও ফ্লাইট বাতিল হয়নি, বরং বিলম্বে হলেও বিমানটি কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করে এবং প্রেমিক যুগল নেপাল পৌঁছে যায়।

পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে, এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন ছেলের মা, স্ত্রী এবং বন্ধু—তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব মহাপরিচালক বলেন, এর আগেও দেশে এ ধরনের ভুয়া বোমা হুমকির ঘটনা ঘটেছে, যা শুধু বিভ্রান্তি ছড়ায় না, বরং জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক ইমেজের জন্য হুমকিস্বরূপ। ভবিষ্যতে কেউ এ ধরনের মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সূত্রঃ বিবিসি

এম.কে
১২ জুলাই ২০২৫

আরো পড়ুন

কথা রাখছেন প্রবাসীরা, সেপ্টেম্বরেও পাঠালেন ২৪০.৫ কোটি ডলার

৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনীর বিশেষ অভিযান

রাশিয়া-চীনের কৌশলে হিন্দু নির্যাতনের অপপ্রচার