4.7 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

জনসংখ্যা বাড়াতে দেশবাসীকে পুতিনের পরামর্শ

জন্মহার ক্রমাগত হ্রাস পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে রাশিয়া সরকার। তাই জনসংখ্যা বাড়াতে কাজের বিরতিতে যৌন মিলনের পরামর্শ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বর্তমানে রাশিয়ার সন্তানের জন্মহার ১.৫, স্বাভাবিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য যা প্রয়োজন ২.১।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ইয়েভজেনি শেস্তোপলভ বিষয়টির উপর জোর দিয়ে বলেছেন, কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ত থাকার ফলে জন্মের হার ধীরে ধীরে কমে যাচ্ছে; কিন্তু এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সারাদিন ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করার পর যৌন মিলনে লিপ্ত হওয়ার সময় পাওয়া যায় না বা ক্লান্তির ফলে সেটা হয়ে উঠে না। তাই কর্মক্ষেত্রে বিরতির সময় যৌন মিলনে লিপ্ত হওয়ার আহ্বান জানিয়েছেন পুতিন।

১৯৯৯ সালের পর থেকে রাশিয়ার জন্মহার উল্লেখযোগ্যভাবে কমেছে। রাশিয়ায় জন্মহার বাড়াতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে-

১) বিনামূল্যে উর্বরতা পরীক্ষা: ১৮ থেকে ৪০ বছর বয়সি নারীদের প্রজনন ক্ষমতা মূল্যায়ন করার জন্য বিনামূল্যে উর্বরতা পরীক্ষা করানো হবে।

২) নিয়োগকর্তার পদক্ষেপ: নারী কর্মচারীদের সন্তান ধারণে উৎসাহিত করার জন্য নিয়োগকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

৩) অর্থ প্রদান: রাশিয়ার চেলিয়াবিনস্ক এলাকায় ২৪ বছরের কম বয়সি নারীদের প্রথম সন্তানের জন্য ৮,৫০০ পাউন্ড দেওয়া হবে।

৪) গর্ভপাত সীমিত: প্রয়োজন ছাড়া গর্ভপাত করানো যাবে না। সন্তান লালন পালন করা নারীদের প্রধান কর্তব্য তাই কোনোভাবেই বিনাকারণে গর্ভপাত করানো যাবে না বলে জানিয়েছে রাশিয়া সরকার।

৫) বিবাহ বিচ্ছেদের ফি: বিবাহ বিচ্ছেদকে নিরুৎসাহিত করার জন্য বিবাহ বিচ্ছেদের ফি বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটা।

সূত্রঃ তাস

এম.কে
২৩ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ১০

নিউজ ডেস্ক

এবার বিহারের স্কুলেও হিজাবে নিষেধাজ্ঞা!

মালদ্বীপের পথে চীনের ‘গোয়েন্দা’ জাহাজ, চিন্তিত ভারত

নিউজ ডেস্ক