6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

হামাসের হামলার ঘটনায় ও চলমান সহিংসতার কারণে সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক একটি জরুরি বৈঠক ডেকেছেন।

দেশটিতে জরুরি পরিস্থিতিতে শীর্ষ সদস্যদের নিয়ে বৈঠক হলে তাকে কোবরা জরুরি সভা বলা হয়। নটিংহ্যামশায়ারে একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে সুনাক বলেন, ‘ইসরায়েল থেকে হামলার যে ছবিগুলো আসছে তা “ভয়াবহ” এবং হামাস সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে’।

সুনাক বলেছেন যে, ইসরায়েলে থাকা যেকোনো ব্রিটিশ নাগরিককে সাহায্য করার জন্য তিনি “খুব ঘনিষ্ঠভাবে” কাজ করছেন।

তিনি ইসরায়েলকে শক্তিশালী মিত্র হিসেবে অভিহিত করে বলেছেন, তিনি ইসরায়েলকে সব ধরনের সমর্থন দিয়ে যাবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলে জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের সব ধরনের ভ্রমণে সতর্কতা জারি করেছে।

এম.কে
০৯ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

ইউরোপীয় ইউনিয়নের চাপে পড়েছে যুক্তরাজ্য

ফ্রিহোল্ড এবং লিজহোল্ড প্রপার্টি

অনলাইন ডেস্ক

No Human is Illegal | March 9