6.4 C
London
May 5, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

জাপানের পর্যটন খাতে ২০ শতাংশ কর্মী সংকট

জাপানের পর্যটন কেন্দ্রগুলোতে বিদেশী পর্যটক বেড়েছে। তবে পর্যটকের আবাসনগুলোয় ২০ শতাংশের বেশি কর্মী সংকট দেখা দিয়েছে। এ কর্মী সংকট কাটিয়ে উঠতে দেশটির পর্যটন কেন্দ্রগুলো মজুরি বাড়ানো ও কাজের পরিবেশ উন্নতি করার চেষ্টা করছে, যাতে আরো বেশি কর্মী আকৃষ্ট করা যায়।

কর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান এইচআরওজি দেশটির পাবলিক এমপ্লয়মেন্ট সিকিউরিটি অফিস ও প্রধান চাকরির ওয়েবসাইট থেকে তথ্যের ভিত্তিতে জরিপ করেছে। প্রতিবেদনে উঠে এসেছে, জাপানের পর্যটন আবাসন ব্যবস্থাগুলোর মধ্যে হোটেল, কটেজ, লজ ও ইনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ প্রাক-মহামারী স্তরকে ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে প্রায় ২৮ হাজারেরও বেশি নতুন কর্মসংস্থানের সুযোগ ছিল, যা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ২০ শতাংশেরও বেশি।

এনএলআই রিসার্চ ইনস্টিটিউটের অর্থনৈতিক গবেষণা বিভাগের প্রধান তারো সাইতো জানান, ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত পর্যটনভিত্তিক আবাসন খাতে ১ লাখ ৫০ হাজারের বেশি কর্মীর অভাব ছিল। তার হিসাবে মতে, জাপানে এ খাতে প্রায় ছয় লাখের মতো কর্মী রয়েছে। এখন আরো ২০ শতাংশ কর্মীর প্রয়োজন রয়েছে।

যদিও ২০২৩ সালে বিদেশী পর্যটকদের মোট ব্যয় ৩ হাজার ৫৭০ কোটি ডলার ছাড়িয়েছে। তবে কর্মী ঘাটতির কারণে পর্যটন কেন্দ্রগুলো বিদেশী পর্যটক হারানোর আশঙ্কায় রয়েছে। জাপানের কিছু পর্যটন আবাসন প্রতিষ্ঠান সক্ষমতার চেয়ে কম কর্মী নিয়ে কাজে যাচ্ছে।

কর্মী সংকটে এবারের নববর্ষের ছুটিতে মাত্র ৭০ শতাংশ রুম বুকিং দিতে পেরেছে শিজুওকা প্রিফেকচার সরাইখানা। ২০২২ সালের গ্রীষ্মকাল থেকে সরাইখানাটি কর্মী সংকটে রয়েছে।

কর্মী সংকট মোকাবেলায় আঞ্চলিক পর্যটন কেন্দ্রগুলো টোকিওর মতো বড় শহরগুলোর তুলনায় বেশি মজুরি দিচ্ছে। স্টাফিং সার্ভিস কোম্পানি দিপের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে হোক্কাইডোর নিসেকো স্কি রিসোর্ট প্রতি ঘণ্টায় গড়ে ১ হাজার ৫২৪ ইয়েন মজুরি দিয়েছে, যা টোকিওর গড় মজুরির চেয়ে ৯০ ইয়েন বেশি।

এদিকে কানাগাওয়া প্রিফেকচারের হট স্প্রিং রিসোর্ট হাকোনে গড় মজুরি ছিল ১ হাজার ৫০৩ ইয়েন। স্কি রিসোর্ট হিসেবে পরিচিত নাগানো প্রিফেকচারের হাকুবায় প্রস্তাবিত গড় মজুরি ছিল টোকিওর ১ হাজার ৪০২ ইয়েনের কাছাকাছি।

অ্যাবল হাকুবা গোরিয়ু স্নো রিসোর্টের মতো প্রতিষ্ঠানগুলো শীত মৌসুমের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি মজুরিও বাড়িয়েছে। এছাড়া হোশিনো রিসোর্ট ২০২৪ সালে নতুন কর্মীদের আকৃষ্ট করতে মজুরি ১১ দশমিক ৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে।

সূত্রঃ নিক্কেই এশিয়া

এম.কে
২৩ জানুয়ারি ২০২৪

 

আরো পড়ুন

গাজা যুদ্ধঃ মধ্যপ্রাচ্যে স্টারবাকস ও কোক বয়কটে ঘুরে দাঁড়াচ্ছে স্থানীয় ব্র্যান্ডগুলো

রোবটের চাকুরী গেলো গুগলে

নিউজ ডেস্ক

বিরল সূর্যগ্রহণ দেখবে বিশ্ব, ৮ এপ্রিল দিন হবে অন্ধকার