4 C
London
January 22, 2025
TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

জাপানে স্বাদ নেয়া যায় এমন টিভি আবিষ্কার

একজন জাপানি অধ্যাপক একটি টিভি স্ক্রিন তৈরি করেছেন যেটি চেটে খাবারের স্বাদ নেয়া যায়।

 

‘টেস্ট দ্য টিভি’ Taste the TV (TTTV) প্রোটোটাইপটিতে ১০টি স্বাদের একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা একটি নির্দিষ্ট খাবারের স্বাদ অনুকরণ করতে নির্দিষ্ট সংমিশ্রণে স্প্রে করা হয়।

 

ডিভাইসটি তারপর একটি ফ্ল্যাট টিভি স্ক্রিনের উপর রেখে সেটি চেটে দর্শক খাবারের স্বাদ নিতে পারে।

 

অধ্যাপক মিয়াশিতা রয়টার্সকে বলেন, ‘আমাদের লক্ষ্য হল ঘরে বসেও বিশ্বের অন্য প্রান্তে একটি রেস্তোরাঁয় খাওয়ার মতো অভিজ্ঞতা মানুষের জন্য তৈরী করা।’

 

জাপানি প্রফেসরের একটি প্ল্যাটফর্ম তৈরি করার পরিকল্পনাও রয়েছে যেখানে সারা বিশ্বের সমাদৃত খাবারের স্বাদগুলো ডাউনলোড করতে পারবেন, যেভাবে সঙ্গীত ডাউনলোড করা যায়।

 

মিয়াশিতা টোস্ট করা রুটির টুকরোতে পিজ্জা বা চকোলেটের স্বাদ প্রয়োগ করতে পারে এমন একটি ডিভাইসের মতো অ্যাপ্লিকেশনগুলির জন্য তার স্প্রে প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে কোম্পানিগুলির সাথে আলোচনাও করেছেন।

 

একজন মেইজি ইউনিভার্সিটির ছাত্রী সাংবাদিকদের TTTV সম্পর্কে বলেছেন, পর্দায় বলছে সে মিষ্টি চকোলেটের স্বাদ নিতে চায়। কয়েকবার চেষ্টা করার পরে, একটি স্বয়ংক্রিয় ভয়েস আদেশটি পুনরাবৃত্তি করে এবং একটি জেট একটি প্লাস্টিকের শীটে একটি নমুনা ছিটিয়ে দেয়।

 

‘এটা অনেকটা মিল্ক চকলেটের মতো,’ সে তার জিভ দিয়ে স্ক্রিনটি চেখে বলে, ‘এটি চকোলেট সসের মতো মিষ্টি।’

 

১৩ ফেব্রুয়ারি ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

যুক্তরাজ্য জুড়ে আগের চেয়ে অনেক বেশি শিশু দারিদ্র্যের মধ্যে বসবাস করছেঃপরিসংখ্যান

মানবাধিকার লঙ্ঘনকারীদের ভিসা দিবে না কানাডা

ইন্দোনেশিয়ায় ৫৯ যাত্রী নিয়ে প্লেন নিখোঁজ

অনলাইন ডেস্ক