17.5 C
London
September 13, 2025
TV3 BANGLA
সারাদেশ

জিএম কাদেরের মোবাইল ফোন ছিনতাই

যানজটে গাড়িতে বসে থাকার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের মোবাইল ফোন (আইফোন) ছিনতাই হয়েছে।

 

পুলিশ জানায়, রাজধানীর বিমানবন্দর সড়কে বুধবার রাত ১১টার দিকে নির্মানাধীন থার্ড টার্মিনালের কাছে এ ঘটনা ঘটে।

 

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তবে জিএম কাদেরের মোবাইল ছিনতাইয়ের ঘটনার তিনদিন পার হলেও তা উদ্ধার করা যায়নি। তবে এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

এর আগে গত বছর ৩০ মে বিজয় সরণির রাস্তায় একইভাবে মোবাইল ফোন খোয়ান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছিনতাইকারী গাড়ির খোলা জানালা দিয়ে মন্ত্রীর হাত থেকে আইফোন ছোঁ মেরে নিয়ে উধাও হয়।

 

এর প্রায় দেড় মাস পর একটি ছিনতাইকারী চক্রকে গ্রেপ্তার করে কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। সেখানে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোনটিও পাওয়া যায়।

 

৫ সেপ্টেম্বর ২০২২
এনএইচ

আরো পড়ুন

রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তোলপাড়

ফেসবুক ও ইউটিউবকে নিবন্ধনের আওতায় আনতে চায় বাংলাদেশ

সাংবাদিক রোজিনা গ্রেপ্তার: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট