14.7 C
London
October 9, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

জিয়ার চরিত্রে অভিনয়ের জন্যও প্রস্তুত শুভ

ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হন। গত বছর গণঅভ্যত্থানের পর আড়ালে চলে যান এই নায়ক। সিনেমায় তো নয়ই, শোবিজ অঙ্গনের কোনো অনুষ্ঠানেও তার দেখা মেলেনি।

আড়াল ভেঙে জানান দিয়েছেন, ঈদুল আজহায় ‘নীলচক্র’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন শুভ। এ নিয়ে কথা বলতে গিয়ে ‘মুজিব’ সিনেমা নিয়েও পরিষ্কার কথা বলেছেন এই নায়ক। জানালেন, সুযোগ হলে জিয়ার চরিত্রেও অভিনয় করবেন।

একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আরিফিন শুভ। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব পেলে কী করবেন? জবাবে শুভ বলেন, “আমি একজন অভিনেতা। আমার কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে সত্য করে তোলা। আমাকে যেকোনো চরিত্রে পরিচালক যোগ্য মনে করলে, আমি বরাবরই প্রস্তুত।”

প্রশ্ন ছুড়ে দিয়ে আরিফিন শুভ বলেন, “যখনই ‘মুজিব’ করলাম, তখন থেকেই নানা গুঞ্জন আমি নাকি এমপি হচ্ছি, এক টাকা পারিশ্রমিক নিয়েছি সুবিধা পাওয়ার জন্য। অথচ বাস্তবে এমন কিছু ঘটেছে কি? ‘মুজিব’ করে আমি যদি কোনো বিশেষ সুবিধা নিয়ে থাকি, আপনি অনুসন্ধান করে প্রমাণসহ সবাইকে জানান।”

রাজনীতিতে না জড়ানোর কথা উল্লেখ করে শুভ বলেন, “এই সিনেমা করার অনেক আগেই স্পষ্ট করে বলেছি, আমি কখনো রাজনীতিতে জড়াব না। এটি আমার সচেতন এবং ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ চাইলে সেই বক্তব্যের রেকর্ডও খুঁজে পাবেন। রাজনীতি আমার পথ নয়, আমি শুধু অভিনয়টা বুঝি, আর সেটা নিয়েই থাকতে চাই।”

মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ সিনেমায় আরো অভিনয় করেছেন— মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

এম.কে
২৯ মে ২০২৫

আরো পড়ুন

আবারও ডুবলো সিলেট নগরী, সিলেটের মেয়র নিয়ে জনমনে ক্ষোভ

হারুন, বিপ্লবসহ পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত গ্রেপ্তার